আসানসোল ও দূর্গাপুরের একাধিক থানার ওসি ও ফাঁড়ির ইনচার্জ বদল

পাবলিক নিউজঃ আসানসোল :– আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল ও দূর্গাপুরের একাধিক থানার ওসি বা অফিসার ইনচার্জ এবং ফাঁড়ি বা আউটপোস্ট বা ওপির ইনচার্জ ( আইসি) বদল করা হলো। মঙ্গলবার বিকেলে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে এই বদলি সংক্রান্ত একটি বিঞ্জপ্তি জারি করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে সবমিলিয়ে ১৮ এসআই বা সাব ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। তারমধ্যে আছেন ৫ টি থানার ওসি ও ৮ টি ফাঁড়ি বা ওপির ইনচার্জ।
যেমন হিরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুরকে জামুড়িয়া থানার ওসি করা হয়েছে। দিন কয়েক আগে জামুড়িয়া থানার ওসি রাজশেখর মুখোপাধ্যায় ইন্সপেক্টর পদে পদোন্নতি হওয়ার তাকে অন্য জেলায় বদলি করা হয়েছে। একইভাবে বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে অন্ডাল থানার ওসি, অন্ডাল থানার ওসি তন্ময় রায়কে হিরাপুর থানার ওসি, দূর্গাপুরের এনটিএস থানার ওসি মানব ঘোষকে পান্ডবেশ্বর থানার ওসি, দূর্গাপুর মহিলা থানার ওসি শিউলি মন্ডলকে উখড়া ওপির ইনচার্জ করা হয়েছে।
অন্যদিকে, আসানসোল দক্ষিণ পিপির ইনচার্জ সঞ্জীব দেকে দূর্গাপুর থানার ওসি করা হয়েছে। দূর্গাপুর থানার ওসি প্রসেনজিৎ রায় ইন্সপেক্টর পদে পদোন্নতি হওয়ার তাকে ইতিমধ্যেই অন্য জেলায় বদলি করা হয়েছে।

ঝাড়খন্ডে অল্পের জন্যে বড় দূর্ঘটনা থেকে রক্ষা / লেভেল ক্রসিং গেট টপকে রেললাইনে ট্রাক, ধাক্কা ঝাঁঝা – বর্ধমান মেমু প্যাসেঞ্জারের, ব্যাহত ট্রেন চলাচল

পাবলিক নিউজঃ আসানসোল :– লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করার মুহুর্তে গেট টপকে রেললাইনে চলে আসা ট্রাকে ধাক্কা মারলো ০৩৬৭৬ ডাউন ঝাঁঝা – আসানসোল – বর্ধমান মেমু প্যাসেঞ্জারে ট্রেন। মঙ্গলবার দুপুর ২ টো বেজে ৪০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ঝাড়খণ্ডে জসিডি ও শঙ্করপুরের মাঝে ২৭/ই রেল গেটে। এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। তবে ট্রাকের সাথে ধাক্কা লাগায় ট্রেনের সামনের দিকে চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তাই বলা যেতে পারে যে, অল্পের জন্যে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো ঝাঁঝা – আসানসোল – বর্ধমান মেমু প্যাসেঞ্জার ট্রেন। এই ঘটনায় মেমু প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে ঐ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘন্টা পরে সন্ধ্যে সাড়ে পাঁচটার পরে ঐ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেলের তরফে জানা গেছে।
এদিকে, এই প্যাসেঞ্জার ট্রেনটি ঝাঁঝা থেকে আসানসোল আসে ও পরে আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু এদিন ঐ ট্রেনটি দূর্ঘটনায় পড়ায়, তা আসানসোলে আসতে পারেনি। আসানসোলে অপেক্ষারত যাত্রীদের দুর্ভোগ কাটাতে এদিন সন্ধ্যে ৫ টা বেজে ২০ মিনিটে একটি বিশেষ ট্রেন আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে চালানো হয়।
রেল সূত্রে জানা গেছে, এদিন দুপুর ২ টো বেজে ৪০ মিনিটে ০৩৬৭৬ ডাউন ঝাঁঝা – আসানসোল – বর্ধমান মেমু প্যাসেঞ্জার ট্রেন আসানসোলে আসছিলো। ঝাড়খন্ডের জসিডি ও শঙ্করপুরের মাঝে মেমু প্যাসেঞ্জার ট্রেনটির কুমরাবাদ বোহিনি স্টেশন ছাড়ার পরে লেভেল ক্রসিংয়ের গেট টপকে রেললাইনে চলে আসা এক ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এর ফলে ঝাঁঝা থেকে আসানসোলের দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যহত হয় আপ লাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে আসানসোল থেকে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার বন্দনা কুমারীর নেতৃত্বে একটি দল তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায়। মধুপুর থেকেও রেল আধিকারিক ও কর্মীরা আসেন। আসানসোলের ডিআরএম চেতনা নন্দ সিং জানান, এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। রেল আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
অন্যদিকে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বা সিপিআরও কৌশিক মিত্র সন্ধ্যায় বলেন , এদিন দুপুরে ডাউন ঝাঁঝা – বর্ধমান ট্রেন আসানসোলের দিকে আসছিলো। সেই সময়, জসিডি ও শঙ্করপুরের মধ্যে লেভেল ক্রসিং নং ২৭/ই গেট বন্ধ করার সময় একটি ট্রাক জোর করে ঢুকে পড়ে। ট্রেনটির সাথে ধাক্কা লাগে ঐ ট্রাকটির। এ ঘটনায় ট্রেনের সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তিনি আরো বলেন,
এই ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই ঘটনার দু’ঘন্টা পরে বিকেল সাড়ে চারটে নাগাদ ট্রেনের পিছনের অংশটি সামনের অংশ থেকে আলাদা করা হয়।
এই ঘটনা নিয়ে রেলের তরফে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানা গেছে।

আসানসোল আদালতে বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির মামলায় সুবোধ সিংয়ের হাজিরা / ” গ্যাংস্টার ও তার ৫ সঙ্গীকে সনাক্ত ম্যানেজারের

পাবলিক নিউজঃ আসানসোল:– সাত বছর আগে ( ২০১৭ সালের ২৩ ডিসেম্বর) আসানসোলের বার্ণপুর রোডে কোর্ট মোড় সংলগ্ন বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থার ( মুথুট) শাখায় ডাকাতির ঘটনা। এই ঘটনায় নাম জড়িয়েছিলো বিহারের কুখ্যাত ” গ্যাংস্টার ” সুবোধ সিং ও তার সঙ্গীদের। ডাকাতরা ঐ সংস্থার লকার খুলে নগদ টাকা সহ সোনার গয়না ( প্রায় ১০ কোটি) লুঠ করে নিয়ে যায়।
সোমবার আসানসোল আদালতে এই মামলায় সাক্ষ্যদান করতে এসে ভরা এজলাসে সুবোধ সিং ও তার ৫ সঙ্গীকে চিনতে পেরে সনাক্ত করলেন তৎকালীন ঐ শাখার অপারেশন ম্যানেজার শুভদ্বীপ কোনার। এদিন এজলাসে সুবোধ সিং ও ঠাকুর নবরঙ্গ সিংকে সনাক্ত করেন অপারেশন ম্যানেজার। বাকি চারজনকে তিনি ভিসি বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার আলিপুর সেন্ট্রাল জেল ও বিহারের বেউর জেলে সনাক্ত করেন। চন্দননগরে অন্য একটি ডাকাতির ঘটনায় সুবোধের দুই সঙ্গী আলিপুর জেলে আছে। বাকি দুজন আছে বিহারের বেউর জেলে। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়া ঠাকুর নবরঙ্গ সিং এদিন সশরীরে আদালতে হাজিরা দেন।
সুবোধ সিংয়ের আইনজীবী হিসাবে ছিলেন শেখর কুন্ডু ও সোমনাথ চট্টরাজ। সিআইডির তরফে তদন্তকারী অফিসার ছাড়াও কলকাতা থেকে সরকারি আইনজীবী বা পিপি এসেছিলেন।
জানা গেছে, আসানসোল আদালতে বিশেষ বা স্পেশাল কোর্টের বিচারক অরুপ রায়ের এজলাসে বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থার শাখার অপারেশন ম্যানেজারের সাক্ষ্য দান সম্পূর্ণ হয়নি। আগামী ২৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে। সেদিন তিনি আবার সাক্ষ্য দিতে আসবেন।
প্রসঙ্গতঃ, প্রথম দিকে এই ঘটনার তদন্ত করছিলো হিরাপুর থানা ও আসানসোল দূর্গাপুর পুলিশের বিশেষ দল। পরে এর তদন্তভার যায় রাজ্য পুলিশের সিআইডির হাতে।
এদিন সকালে এই মামলায় হাজিরা দেওয়ার জন্য সুবোধ সিংকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রিজন ভ্যানে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে আসানসোল আদালতে আনা হয়।
দুপুরের পরে এই ডাকাতির মামলার শুনানি শুরু হয় বিচারক অরুপ রায়ের এজলাসে। সাক্ষ্যদান করতে গিয়ে অপারেশন ম্যানেজার বলেন, আমি অন্যদিন সকাল নটার পরে শাখায় যাই। কিন্তু সেদিন পৌনে নটার সময় আসি। দেখি গেট খোলা। দুজন হেলমেট পড়ে বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকে দেখি আরো চারজন। তারাও হেলমেট পড়েছিলো । একজন গান পয়েন্টে নিয়েছে সুইপার বা ঝাড়ুদারকে। আমাকে দেখেই একজন গান পয়েন্টে নিয়ে লকারের চাবি চায়। সেই চাবি নিয়ে লকার খুলে সব সোনার গয়না ও বেশ কিছু নগদ টাকা নিয়ে তারা চলে যায়। এরপরই তিনি এজলাসে থাকা সুবোধ সিং ও ঠাকুর নবরঙ্গ সিংকে চিনতে পারেন। পাশাপাশি শুনানির সময় কলকাতা আলিপুর ও বিহারের বেউর জেলে ভিসি করা হয়। দুই জায়গায় দুজন করে মোট চারজনকেও তিনি সনাক্ত করেন। ঘটনার ডাকাতরা যে হেলমেট পড়েছিলো, সেগুলোও এদিন সিআইডি এজলাসে এনেছিলো। ম্যানেজার সেগুলোও সনাক্ত করেন।
প্রসঙ্গতঃ, সেদিন ঘটনা ঘটিয়ে ডাকাতরা শাখার বাইরে রাখা মোটরবাইক করে চম্পট দিয়েছিলো। যা সিসিটিভির ফুটেজে দেখা যায়।
এদিকে, এদিন সকালে যখন প্রিজন ভ্যান থেকে নামিয়ে সুবোধ সিংকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হচ্ছিলো, তখন সাংবাদিকরা জানতে চায় সে কিছু বলবে কি না? তার উত্তরে সুবোধ হিন্দিতে বলে, ” আপ লোগ, হামকো দেখকে বোর নেহি হো রাহো ” ( আপনারা আমাকে দেখে বোর হচ্ছেন না)।
অন্যদিকে, এদিন অন্য একটি মামলায় সিজিএম কোর্টে সিআইডির অন্য একটি মামলায় সুবোধ সিং হাজিরা দেয়।

দূর্গাপুরে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মজয়ন্তী পালন

পাবলিক নিউজঃ দুর্গাপুর:– দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মবার্ষিকী পালন করা হলো মঙ্গলবার। সেই উপলক্ষ্যে এদিন দুর্গাপুরের বিধান নগর হাউসিং কলোনির ইন্দিরা রাজীব মঞ্চের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালন করলেন কংগ্রেসের কর্মীরা। ইন্দিরা গান্ধীর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেন ৩ নম্বর ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সুদীপ্ত কর্মকার। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ইন্দিরা রাজীব মঞ্চের তিন নম্বর ব্লক প্রেসিডেন্ট অশোক শাসমল, পিনাকী রঞ্জন মিত্র ও কংগ্রেসের কর্মীরা। এই প্রসঙ্গে সুদীপ্ত কর্মকার বলেন, ইন্দিরা রাজীব মঞ্চের পক্ষ থেকে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্য দান করা হয়েছে। এরপর দুপুর নরনারায়ণ সেবা হয়। আর সন্ধ্যায় হয় শীত বস্ত্র বিতরণ। বুধবার যাত্রাপালার আয়োজন করা হয়েছে ইন্দিরা রাজীব মঞ্চের।

আসানসোল সিবিআই আদালতে ২৫ নভেম্বর কয়লা পাচার মামলার চার্জ গঠন / সব অভিযুক্তকে সশরীরে হাজির থাকার নির্দেশ

পাবলিক নিউজঃ আসানসোল :– আসানসোলে সিবিআই আদালতে আগামী ২৫ নভেম্বর সোমবার কয়লা পাচার মামলায় চার্জ গঠন করা হবে। সোমবার এই মামলার অভিযুক্তদের আইনজীবী ও সিবিআইয়ের আইনজীবী বা পিপির সওয়াল-জবাব শুনে এমনই নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। সেদিন সব অভিযুক্তকে আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ বিচারক এদিন দিয়েছেন। এদিন অবশ্য শুনানির সময় অভিযুক্তদের কেউ তেমনভাবে এজলাসে ছিলেন না।
গত বৃহস্পতিবার এই কয়লা পাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিলো। সোমবার সবমিলিয়ে দু’ঘন্টার মতো শুনানি হয়। এদিন শুনানিতে সিবিআইয়ের আইনজীবীকে অভিযুক্তদের প্রধান তিন আইনজীবীর একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। তার মধ্যে অন্যতম হলো, চার্জশিটে সাক্ষী হিসেবে নাম থাকা ১০০ জনের বয়ান বা স্টেটমেন্ট নথিভুক্ত না থাকা। এছাড়াও এমন কিছু ধারা অভিযুক্ত হিসাবে পাবলিক সারভেন্ট বা সরকারি কর্মী ও ব্যক্তিগত বা ইনডিভিজুয়ালদের দেওয়া হয়েছে, যা আইন অনুযায়ী প্রযোজ্য হয় না। চার্জশিটের দাবি করা তথ্যের সঙ্গে একটা ধারার সঙ্গে অন্য একটি ধারা মিলছে না বা মিস ম্যাচ করছে। তার পরিপ্রেক্ষিতে বিচারকও সিবিআইয়ের আইনজীবির কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান। কিন্তু সিবিআইয়ের আইনজীবী তেমনভাবে কোন কিছু বলতে পারেননি। তখন অভিযুক্তদের তিন আইনজীবী শেখর কুন্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায়কে বিচারক বলেন, ট্রায়াল যখন শুরু হবে, তখন আপনারা আবার তথ্য সহ সওয়াল করবেন। তখন তদন্তকারী অফিসার তার জবাব দেবেন। জবাব সন্তোষজনক না হলে, তখন পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গতঃ, গত বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতে সিবিআইয়ের আইনজীবি রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন জানিয়েছিলেন। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবির কাছে জানতে চান কোন কোন ধারায় কাদের অভিযুক্ত করা হয়েছে? তখন রাকেশ কুমার বলেছিলেন, এই মামলায় পাবলিক সারভেন্ট বা সরকারি হিসেবে ইসিএল কর্মী ১২ জন, কোম্পানি ১০টি ও ইনডিভিজুয়াল বা ব্যক্তিগত ভাবে ২৭ জনের নামে অর্থ্যাৎ মোট তিনটি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। সেদিনই সেই ধারাগুলির মধ্যে বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করেছিলেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা । তারা তাদের স্বপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চাইলে বিচারক আগামী সোমবার ১৮ নভেম্বর তাদেরকে বক্তব্য রাখার দিন নির্দিষ্ট করেছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৭ নভেম্বর কয়লা পাচার মামলায় প্রথম অভিযোগ দায়ের করেছিল সিবিআই। এখনো পর্যন্ত এই মামলায় সিবিআই আসানসোলের আদালতে তিনটি চার্জশিট ( প্রথম ২০২২ সালের ১৯ জুলাই, দ্বিতীয় ২০২৩ সালের ২০ মে ও তৃতীয় ২০২৪ সালের ৩ জুলাই) জমা দিয়েছে। এই চার্জশিটগুলিতে সিবিআই সবমিলিয়ে ৫০ জনকে অভিযুক্ত হিসেবে দেখিয়েছে। তার মধ্যে বিনয় মিশ্র এখনো ফেরার । অভিযুক্তদের মধ্যে একজন মারা গেছেন । অর্থাৎ বাকি ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে।

তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে বুদবুদ থানার পুলিশের হাততালি,সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ

পাবলিক নিউজঃ বুদবুদ:-বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলায় মঞ্চে উপস্থিত ছিলেন আউসগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ আবদুল লালন, এছাড়াও ছিলেন তৃণমূল নেতা তথা কোটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মন্ডল সহ কোটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই অনুষ্ঠান মঞ্চে ব্লক সভাপতিকে বরণ করে নেওয়ার সময় বুদবুদ থানার এক পুলিশ অফিসার হেমন্ত দত্তকে হাততালি দিতে দেখা যায়। সোমবার সমাজ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা জানান বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। সমাজ মাধ্যমে তিনি লেখেন বেঙ্গল পুলিশের আরও এক নিদান। এবার তৃণমূল কংগ্রেস আউসগ্রাম ২ নম্বর ব্লকের ফুটবল টুর্নামেন্টে দেখা যাচ্ছে এবং তৃণমূল নেতা শেখ লালনকে সম্বর্ধনা জানানোর সময় হাততালি দিচ্ছেন পুলিশ আধিকারিক। পশ্চিমবঙ্গের পুলিশের প্রতি বাংলার মানুষের কোন আস্থা নেই, যারা তৃণমূল কংগ্রেসের নিছক রাজনৈতিক পাদদেশে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তিনি।সমাজ মাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

बराती से भरा बस बिजली के खंबे से टकराई बाल बाल बचे सभी।

पब्लिक न्यूज़ मंथन पसवान अंडाल:- रविवार को धनबाद से बाराती लेकर एक बस मुकुंदपुर कोलियरी पहुंची, सोमवार की सुबह शादी के बाद दूल्हन को लेकर लौटते वक्त बस बिजली के खंभे से टकरा गई, सौभाग्यवश कोई बडी घटना नहीं हुआ, लेकिन क्षेत्र में बिजली गुल हो गई,
स्थानीय निवासी बोरेन नंदी ने बताया कि कल देर रात करीब 3.30 बजे अंडाल के मुकुंदपुर कोलियरी इलाके में शादी के बाद दूल्हन को लेकर बस धनबाद लौट रही थी. मुकुंदपुर कोलियरी क्षेत्र में अचानक एक सरकारी बिजली के खंभे से टकरा गयी और बिजली का खंबा बस पर गिर गया. हड़बड़ी में ड्राइवर खलासी और दूल्हे और सभी यात्री बस से उतरकर भाग गए, सौभाग्य से, कोई हताहत नहीं हुआ, लेकिन सोमवार सुबह से ही इलाके में बिजली गुल हो गई घटना की जानकारी मिलने के बाद अंडाल थाने की पुलिस और बिजली विभाग के कर्मचारी मौके पर पहुंचे.

पुलिस केवल अपराधियों की धर पकड हीं नही करती है बल्की आम जनता के लिए सेवा मुलक कार्य भी करती है

पब्लिक न्यूज़ मंथन पसवान अंडाल–: पुलिस केवल अपराधियों की धर पकड नही करती है बल्की आम जनता के लिए सेवा मुलक कार्य भी करती है यह बांतें आसनसोल-दुर्गापुर पुलिस कमिश्नरेट के सीआइ (बी) पिंटू मुखर्जी ने कहा, वे रविवार को अंडाल थाना के बनबहाल फांडी पुलिस द्वारा आयोजित रक्तदान शिविर को संबोधित कर रहे थे,
उन्होने कहा रक्तदान एक महान दान है,इसमे सभी को हिस्सा लेना चाहिए और रक्तदान करना चाहिए, आत का दान किया हुआ रक्त किसी को जीवन दान दे सकता है,
इस रक्तदान शिविर में आसनसोल जिला अस्पताल की टीम ने रक्त संग्रह किया,
शिविर का उद्घाटन सी,आइ बी, पिंटू मुखर्जी और समाजसेवी किशोर चक्रबर्ती ने किया,इस शिविर का सफल आयोजन में बनबाहाल फांडी के प्रभारी अभिजीत सिंघो राय,एसआई सुमन सिंघो,ए,एस आई आदित्य दास, ए,एस आई मीर अफजल अली तथा अन्य पुलिस और सी,पी,भी एफ के जवानों ने रक्तदान कर शिविर को सफल बनाया.रक्त दाताओं को प्रमाण पत्र देकर सी,आइ बी पिंटू मुखर्जी और आईसी अभिजीत सिंघो राय,समाजसेवी किशोर चक्रबर्ती ने सम्मानित किया.

तृणमूल कांग्रेस पश्चिम बर्धवान जिला अध्यक्ष ने कटाक्ष करते हुए दिलीप घोष को बकरी का तीसरा बच्चा कहा।

पब्लिक न्यूज मंथन पसवान अंडाल—: उखरा क्षेत्रीय तृणमूल कांग्रेस की पहल पर फुचका (गुपचूप) उत्सव आयोजित किया गया. कार्यक्रम में पार्टी के जिला अध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती, ब्लॉक अध्यक्ष कालोबरन मंडल, क्षेत्रीय अध्यक्ष शरण सहगल, राजू मुखोपाध्याय,प्रधान मीना कोले, जिला परिषद सदस्य कृष्णा बनर्जी, युवा तृणमूल नेता कौशिक मंडल समेत अन्य नेता व समर्थक उपस्थित हुए, जिसमे बडी संख्या में तृणमूल कांग्रेस के सदस्यों ने गुपचूप का आंनद उठाया, इसके एक दिन पहले भाजपा नेता व पूर्व सांसद दिलीप घोष की लिट्टी चोखा कार्यक्रम आयोजीत की गई थी, उस लिट्टी चोखा कार्यक्रम में दिलीप घोष ने तृणमूल कांग्रेस को चोर और लुटेरे कहने के अलावा अप्रत्यक्ष रूप से सत्ताधारी पार्टी पर हिंदू विरोधी कहकर हमला बोला था, उन्होंने कहा कि इस राज्य में हिंदुओं की रक्षा के लिए बीजेपी सरकार की जरूरत है उनके इस
टिप्पणी का जवाब, तृणमूल कांग्रेस के पश्चिम बर्दवान जिला अध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती ने दिया.उन्होंने कहा कि दिलीप बाबू बर्दवान-दुर्गापुर लोकसभा में लड़ने आये और बड़ी-बड़ी बातें कही. उन्होंने तृणमूल नेताओं को धमकी देते हुए कहा कि अब से इस इलाके पर उनका कब्जा होगा. लेकिन दुर्गापुर की जनता ने दिलीप बाबू को पीट-पीट कर वापस मेदिनीपुर भेज दिया. अब बीजेपी पार्टी में दो नेता हैं, सुभेंदु और सुकान्त. दिलीप बाबू बकरी के तीसरे बच्चे की तरह हैं. कभी वह गाय के दूध में सोना ढूंढता है, कभी वह गोबर में सोना ढूंढता है.

मधुसूधनपुर मे 71वां अखिल भारतीय सहकारी सप्ताह मनाया गया।

पब्लिक न्यूज़ मंथन पसवान अंडाल–:अंडाल ब्लॉक के मधसुधनपुर स्थित इसीएल के रिकरेशन क्लब में परासकोल कोलियरी ई.सी.सी.एस लिमिटेड की ओर से 71वां अखिल भारतीय साहकरी सप्ताह मनाया गया,इस दौरान अंडाल ब्लॉक के सभी साहकरी समितियों के साथ बैठक कर विकसित भारत के निर्माण में चर्चा की गई कार्यक्रम के दौरान काॅऑपरेटिव डेवलोपमेन्ट ऑफिसर कुंतल बनर्जी ने कहा की प्रत्येक वर्ष 14 नवंबर से 20 नवंबर तक सहकारी सप्ताह का पालन करते है और आज इसका पांचवा दिन है जो मधसुधनपुर रिकरेशन क्लब में आयोजित की गई है,इस कार्यक्रम का मुख्य उदेश्य विकसित भारत का निर्माण पर चर्चा करना,इस दौरान ए.आर.सी.एस त्रिदीप मंडल, क़ृषि कर्माअध्यक्ष समीर विश्वास,बी.सी.सी.बी बैंक उखड़ा सप्तर्षि बनर्जी,सुकांता चटर्जी,जिला परिषद के सहकारी सभाधिपती विष्णुदेव नोनिया,अंडाल पंचायत समिति के सभापति सुनीता कोड़ा सी.आई (सी. ई.ओ )शुभेन्दु राय,बीर बहादुर सिंह, मुख्य तोर पर उपस्थित रहे.