৯ দফা দাবিতে আসানসোল পুরনিগমের ৩ নং বোরো অফিসে সিপিএমের বিক্ষোভ / চেয়ারম্যানকে স্মারকলিপি

পাবলিক নিউজ আসানসোল:– আসানসোলের রেলপারে আসানসোল পুরনিগমের ৩ নং বোরো অফিসে শুক্রবার সিপিএমের আসানসোল ৩ নং এরিয়া কমিটির পক্ষ থেকে ৯ দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয়। পরে ৯ দাবির একটি স্মারকলিপি জমা দেওয়া হয় বোরো চেয়ারম্যান উৎপল সিনহার হাতে। ছিলেন ৩ নং এরিয়া কমিটির সম্পাদক অরুণ পান্ডে, সুকান্ত বন্দোপাধ্যায় , কাউসার হোসেন, উত্তম মন্ডল, মহঃ সালাউদ্দিন, লাড্ডু বক্সী, পারিজাত বোস।
সিপিএমের সম্পাদক বলেন, এদিন সিপিএমের পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান দাবিগুলি ছিল রেলপার এলাকায় পানীয়জলের সমস্যা সমাধান, আবাস প্রকল্পের আওতায় মানুষকে ঘর দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা। বোরো চেয়ারম্যান উৎপল সিনহার সাথে এই দাবিগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর সমাধানের দাবি জানানো হয়েছে।
এ প্রসঙ্গে উৎপল সিনহা বলেন, এদিন সিপিএমের পক্ষ থেকে কিছু দাবি নিয়ে তার সাথে দেখা করেছে। রেলপার এলাকার জল সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বোরো নং ৩ অফিসে তিনটি ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে। এই ট্যাঙ্কগুলি তৈরি হয়ে গেলে, জলের সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যাবে। আবাসন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, বিএসইউপি প্রকল্পের আওতায় এখন পর্যন্ত আমার এলাকার ৯০০ জনকে আবাসন প্রদান করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, নির্মল সাথীর কর্মীরা ঘরে ঘরে আবর্জনা সংগ্রহ করছেন। নিরাপদ স্থানে তা রাখা হচ্ছে যাতে এলাকায় কোনও ময়লা না থাকে। এটি একটি নতুন প্রকল্প। তার বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তবে কাজ চলছে। তিনি বলেন, অন্যান্য এলাকার মতো, আসানসোল পুরনিগমের বোরো নম্বর ৩ এলাকায় উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts