পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– ৭৫ বছর আগে ভারতীয় সংবিধান তৈরী হয়, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র বাংলায় সংবিধান দিবস পালন করা হয়। মঙ্গলবার আসানসোলের সিটি বাস স্ট্যান্ডের কাছে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করা হয়, এই সমাবেশে উপস্থিত ছিলেন কংগ্রেসের মাইনরিটি সেলের সাহ আলম, রাজ্যের সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি সহ বিভিন্ন কংগ্রেস কর্মীরা।
প্রসেনজিৎ পুইতুন্ডি আক্ষেপ করে জানান দেশের জনগণকে ন্যায় বিচার দেবার জন্য সংবিধান তৈরী হয়েছিল কিন্তু বর্তমানে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সংবিধানকে নিয়ে যথেচ্ছাচার চলছে, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ভোটাধিকার আছে কিন্তু বর্তমানে রাজ্য এবং কেন্দ্রে ভোটের নামে জালিয়াতি চলছে নিজের ভোট নিজে দিতে পারছেন না, আর জি কর হত্যা মামলায় সুবিচার পেলো না চিকিৎসকের পরিবার