
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল বৃহস্পতিবার আসানসোল পোলো গ্রাউন্ডে যুব শিল্পী সংসদের পরিচালনায় ৪১ তম বইমেলার উদ্বোধন হয়ে গেল। বইমেলায় উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ বিশিষ্ট অতিথিরা। আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান আসানসোল শিল্পাঞ্চলে সরকারি বইমেলা ছাড়া অনেক বইমেলা হলেও আসানসোলের এই বইমেলার একটা আলাদা টান রয়েছে শিল্পাঞ্চলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কবে বইমেলা হবে, মোবাইলের যুগে এখনো মানুষ ছাপানো গল্পের বই পড়ে ঘুমায় তিনি বিগত ৪০ বছর ধরে এই বইমেলা সফল হয়েছে তিনি কামনা করেন ৪১ বছরেও বইমেলা সফল হবে।










Leave a Reply