

Public নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার আসানসোল পোলো গ্রাউন্ডে ৪১ তম বইমেলার উদ্বোধনের প্রাক্কালে বইমেলার বাইরে রাস্তায় অঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হলো। বইমেলার কমিটির সম্পাদক সৌমেন দাস জানান বইমেলা শুরু হবার আগে বুধবার অঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হলো, আসানসোল পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ড ও দূর্গাপুর থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। অঙ্কন প্রতিযোগিতা দেখতে প্রচুর লোকের সমাগম হয়েছিল আশা করা যায় বইমেলায় জন সমাগম হয়ে বইমেলা সফল করবেন।










Leave a Reply