হোমআসানসোলের খবরচলে গেলেন আসানসোল গ্যালাক্সি মলের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চ্যাটার্জি, শোকের ছায়াচলে গেলেন আসানসোল গ্যালাক্সি মলের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চ্যাটার্জি, শোকের ছায়া

সঞ্জয়

পাবলিক নিউজ আসানসোল :– আসানসোল গ্যালাক্সি এরি AVP সঞ্জয় চ্যাটার্জী হলো ওঘটান মৃত্যু এলাকায় শোকের ছায়া,না ফেরার দেশে পাড়ি দিলেন আসানসোল গ্যালাক্সি মলের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (AVP) সঞ্জয় চ্যাটার্জি। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মলের কর্মচারী থেকে শুরু করে তাঁর ঘনিষ্ঠ মহলে।
জানা গেছে, শনিবার সকালে তিনি হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করেন। ব্যথার সময় তিনি আচমকাই পড়ে যান। তড়িঘড়ি করে তাঁকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সংবাদ ছড়িয়ে পড়তেই সহকর্মী, বন্ধুবান্ধব ও পরিচিতদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। উল্লেখ্য, সঞ্জয় চ্যাটার্জি ২০১৫ সাল থেকে আসানসোল গ্যালাক্সি মলে জেনারেল ম্যানেজারের (GM) পদ সামলেছেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি পদোন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হন। কলকাতার বাসিন্দা সঞ্জয় চ্যাটার্জি তাঁর পেশাদারিত্ব ও সৌহার্দ্যের জন্য সকলের কাছেই প্রিয় ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts