
পাবলিক নিউজঃ পশ্চিম বর্ধমান:- হিন্দি সংস্কৃত মঞ্চের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টা নাগাদ রাবণ দহন অনুষ্ঠানের আয়োজন করা হয় পানাগড় বাজার লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে। এদিন অনুষ্ঠানের সূচনা করেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী নরোত্তম সিং, সত্য প্রকাশ কেশরী, রবিশঙ্কর তেওয়ারি, রমন শর্মা, পঙ্কজ জয়সওয়াল, অমিত মন্ডল সহ অন্যান্যরা। উদ্যোগতারা জানিয়েছেন একটা সময় পানাগড় বাজারে বিশালাকারের রাবণ তৈরি করে দশমীর দিন রাবণ দহন অনুষ্ঠিত হতো। সেই অনুষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার পর গত কয়েক বছর ধরে তারা পুনরায় চালু করেছেন। মূলত পানাগড় বাজারের মানুষের দাবি মেনে তারা এই অনুষ্ঠান শুরু করেন। এলাকার মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি হিন্দু সংস্কৃতিতে রাবণ দহন অনুষ্ঠান একটি উল্লেখযোগ্য। যার কারনে শাস্ত্র অনুযায়ী তারা তিথি মেনে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন।এদিন এই রাবন দহন অনুষ্ঠান দেখতে কচি কাঁচারা ছাড়াও এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছিলেন লক্ষি নারায়ণ মন্দির প্রাঙ্গনে।





Leave a Reply