

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সোমবার রাত্রে বৃষ্টির মধ্যে মাঠে পায়খানা করতে গেলে হঠাৎ বাজ পড়ে মারা যায় ২১ বছরের দীপক পাশওয়ান তাকে জেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মীনা কুমারী হাঁসদা জানান তার এলাকার বাসিন্দা ২১ বছরের দীপক পাশওয়ান রাত্রে পায়খানা করতে গেলে সাথে মোবাইলে কথা বলছিল সেই সময় হঠাৎ বাজ পড়লে অচৈতন্য হয়ে গেলে এলাকাবাসীরা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে আর্থিক সহায়তার জন্য চেষ্টা করা হবে এবং সরকারের থেকেও অনুদানের আবেদন করা হবে।


অন্যদিকে ৩৮ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান তার ভাগ্নে এখানে থাকতো গতকাল রাত্রে পায়খানা করতে গিয়ে হঠাৎ বাজ পড়াতে অচৈতন্য হয়ে গেলে তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবক অন্ডাল থানার জামবাঁধ কোলিয়ারীর বাসিন্দা সে আসানসোলের ৩৮ নং ওয়ার্ডের কালিপাহাড়ীরতে আত্মীয়র বাড়ীতে থাকতো পায়খানা করার সময় মোবাইল ফোনে কথা বলার সময় বাজ পড়লে অচৈতন্য হয়ে গেলে তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply