

আলোক চক্রবর্তী :- আসানসোল শহরের বিভিন্ন জায়গায় বেড়ে চলেছে ছিনতাইয়ের ঘটনা, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ও পুলিশ টহল বাড়লেও কমছে না ছিনতাইয়ের ঘটনা। রবিবার রাত্রে আসানসোল পৌরনিগমের ৪৮ নং ওয়ার্ডের সুমথ পল্লীর বাসিন্দা ব্যাবসায়ী দিপঙ্কর চ্যাটার্জী মোটরবাইক নিয়ে বাড়ী ফেরার সময় এলাকায় এক ছিনতাইকারীর ক্ষপরে পড়েন কোনরকম ভাবে তিনি রক্ষা পান। দীপঙ্কর চ্যাটার্জী জানান তিনি মোটরবাইক করে বাড়ী ফেরার সময় এলাকায় এক মোড়ে এক যুবক তার রাস্তা আটকায় এবং আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে পয়সা দিতে বলে কিন্তু তিনি ভয় না খেয়ে ছিনতাইকারীর কলার শক্ত করে ধরে ফেলে চীৎকার করতে থাকেন ধস্তাধস্তিতে তিনি টালমাটাল হয়ে মোটরবাইক থেকে পড়ে গেলে ছিনতাইকারী হাত ছাড়িয়ে রাসডাঙ্গার দিকে দৌড়ে পালায়। ঘটনার পর সুমথপল্লীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে



Leave a Reply