

পাবলিক নিউজ আসানসোল :– আসানসোলে সালানপুর ব্লকের বিডিও অফিসে মঙ্গলবার সারা ভারত কৃষক সভার সালানপুর ব্লক কমিটির পক্ষ থেকে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাসকে ১৩ দফা দাবির সমর্থনে একটি স্মারকলিপিও দেওয়া হয়। এই বিক্ষোভ সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এই সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি, নিজেদের দাবির সমর্থনে আওয়াজ তোলেন।
এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, গরীব ও দুঃস্থ মানুষের সমস্যা সরকারের কানে পৌঁছে দেওয়ার জন্য বামপন্থী সংগঠনগুলি সমগ্র রাজ্যের বিভিন্ন সরকারি অফিসের সামনে এই কর্মসূচির আয়োজন করছে। তিনি বলেন, গরীব মানুষরা সরকারি প্রকল্পের সুবিধা পান না। তারা সরকারি অফিসে যাতায়াত করতে থাকেন। কিন্তু তারা কোনও সুবিধা পান না। এই সমস্ত সমস্যা নিয়ে সমগ্র রাজ্যের বামপন্থী সংগঠনগুলি এই বিক্ষোভ প্রদর্শন করছে। এরপরের যদি সরকারের হুঁশ না ফেরে, তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে।
এই প্রসঙ্গে সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন, এদিন আমার কাছে সারা ভারত কৃষক সভার তরফে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। ১৩ দফা দাবির সমর্থনে এই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, তাদের দাবির এমন অনেক কিছু রয়েছে যার কাজ শুরু হয়েছে। অনেক রাস্তার জরাজীর্ণ অবস্থা নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তার অনেক রাস্তার মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। দুর্গাপূজার পরে সেই কাজও সম্পন্ন হবে। এ ছাড়াও, তাদের দাবির মধ্যে রয়েছে রেশনের সমস্যা। তিনি বলেন, রেশন সামগ্রীর মান উন্নত করা হয়েছে । আর যে সব দাবির কথা বলা হয়েছে তা খতিয়ে দেখা হবে ও আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।










Leave a Reply