





পাবলিক নিউজ আসানসোল বাড়িতে উনুন থেকে গায়ে গরম ডাল পড়ে পুড়ে মৃত্যু হলো এক বছরের এক শিশুকন্যার। রবিবার দুপুরের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সালানপুর থানার রামডির বাসিন্দা মৃত শিশুর নাম রোশনি যাদব। সোমবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে শিশুকন্যার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সালানপুর থানার রামডির বাসিন্দা সঞ্জিত যাদবের বাড়িতে রবিবার দুপুরে উনুনে ডাল রান্না হচ্ছিলো। বাড়ির মধ্যে কিছুটা দূরে শুয়ে খেলা করছিলো সঞ্জিত যাদবের এক বছরের মেয়ে রোশনি যাদব। আস্তে আস্তে সে উনুনের কাছে চলে আসে। সেই সময় আশেপাশে কেউ ছিলোনা। আচমকাই উনুনে রাখা কড়াই থেকে গরম ছোট্ট সঞ্জিতের উপরে পড়ে যায়। গরম ডালে তার পুরো শরীরটাই পুড়ে যায়। কান্না শুনে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। সেখানে রাতে শিশুকন্যার মৃত্যু হয়।






Leave a Reply