
পাবলিক নিউজ দুর্গাপুর : কোক ওভেন থানা এলাকার তেঁতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেলে থেকে উদ্ধার এক ব্যক্তি মৃতদেহ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম পার্থ বাউরি (৩২), অর্জুনপুর বাসিন্দা। পেশায় ঠিকা শ্রমিক।
প্রায় ৮ বছর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তেতুল তলার এলাকায় একাই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এই ঠিকা শ্রমিক। আজকে সকালে ওই ঠিকা শ্রমিকের মৃতদেহ ফিডার ক্যানেলে ভাসতে দেখে স্থানীয়রা কোক ওভেন থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায়। কিভাবে ঘটল এ ঘটনা? ঘনীভূত হচ্ছে রহস্য। তদন্ত নেমেছে কোক ওভেন থানার পুলিশ।










Leave a Reply