

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম দপ্তর ২০২৩ সালে আসানসোল উত্তর থানায় ৫ ই মার্চ টাকা আত্মসাতের এক ঘটনার অভিযোগের ভিত্তিতে ২ জন মহিলা সমেত ১০ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে আসানসোল সাইবার ক্রাইম দপ্তরে সাংবাদিক সম্মেলনে ডিসি হেড কোয়াটার অরবিন্দ কুমার আনন্দ এবং সাইবার ক্রাইম দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মুখার্জি জানান আসানসোল ধাদকার বাসিন্দা ধীরেন মাঝি আসানসোল উত্তর থানায় তার সাথে প্রতারকরা মোবাইল টাওয়ার টাওয়ার বসানোর কথা বলে রানা মুখার্জি নামে এক ব্যাক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে প্রায় ২৪ লক্ষ টাকা প্রতারণা করেছেন, আসানসোল সাইবার ক্রাইম দপ্তর ঘটনার তদন্তে নেমে শ্যামনগর, মধ্যমগ্রাম, বাগুইহাটি এবং দমদম থেকে দুই মহিলা সহ দশজনকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে ২২ টা মোবাইল এবং দুটো ল্যাপটপ উদ্ধার হয়েছে, শুক্রবার তাদের আদালতে পেশ করে রিমান্ডের আবেদন করবেন। অরবিন্দ কুমার আনন্দ জানান সাইবার ঠগীরা বিভিন্ন জায়গায় মোবাইল টাওয়ার, চাকরি সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে পয়সা নিত।










Leave a Reply