শ্রীশ্যাম মন্দিরে প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান

পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার আসানসোলের রাহালেনে শ্রী শ্যাম মন্দিরে নব্য গঠিত পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার সভাপতি সহ বিভিন্ন পদাধিকারদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের প্রান্তীয় সভাপতি শ্রী নন্দকিশোর অগ্রওয়াল, প্রান্তীয় পদাধিকারী পঙ্কজ ভালোটিয়া, দিনেশ সরাফ, উমেশ খন্ডেলওয়াল সহ বিশিষ্ট অতিথিরা। প্রান্তীয় সভাপতি শ্রী নন্দ কিশোর অগ্রওয়াল জানান পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলন অখিল ভারতীয় মারওয়ারী সমাজের সমাজের একটা বড় অংশ যারা দিনরাত সামাজিক কাজের সাথে নিজেদের সমাজের সদস্যদের একত্রিত করে থাকে।

আসানসোল শাখার সভাপতি নরেশ আগরওয়াল দ্বিতীয় বার সভাপতি মনোনীত হয়েছেন এবং তিনি মারওয়ারী সমাজের উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছেন এবং তিনি নিশ্চিত আগামী দিনে তিনি সমাজের জন্য আরো বেশি উন্নয়ন করবেন। দ্বিতীয় বারে জন্য সভাপতি মনোনীত নরেশ আগরওয়াল তাকে দ্বিতীয় বারের জন্য সভাপতি মনোনীত করার জন্য প্রান্তীয় সভাপতি সহ সকল বিশিষ্ট নেতৃত্বকে ধন্যবাদ জানাবার পাশাপাশি তিনি জানান মারওয়ারী সমাজের উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করে থাকেন যাতে মারওয়ারী সমাজের মান উন্নয়ন হয়। তিনি মারওয়ারী সমাজের সামাজিক কাজের মধ্যে কবি সম্মেলন, বয়স্ক ব্যক্তি দিবস পালন, পুলিশ দিবস পালন করা হয়েছে যাতে মারওয়ারী সমাজের নাম উজ্জ্বল হয়ে গেছে। তিনি আরো জানান পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলন অখিল ভারতীয় মারওয়ারী সমাজের এক বড় অংশ যেখানে সমস্ত মারওয়ারী সমাজের জনগণ সদস্য হয়েছেন এবং তারা সমাজের বিভিন্ন স্তরের জনগণের পাশে থেকে তাদের সেবা করেন। বর্তমানে পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার সদস্যরা বিগত দু বছরে অনেক সামাজিক কাজ করেছে যা সদস্যদের উৎসাহিত করেছে আসানসোল শাখার দায়িত্ব সমাজের সদস্যদের একত্রিত করা এবং তাদের মধ্যে সমন্বয় করা। আসানসোল শিল্পাঞ্চল শাখার সম্পাদক অনিল জী মোহনকা এবং কোষাধ্যক্ষ হিসাবে যুব সমাজসেবী আনন্দ পারিক পুনরায় শপথ গ্রহণ করলেন। সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং অন্য পদাধিকার শপথ গ্রহণ করলেন। পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মারওয়ারী সমাজের মেধাবী ছাত্র ছাত্রীদের মোমেন্টো ও শংসাপত্র ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয় তাছাড়া সম্মেলনে উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিদের শাল ও পুস্প স্তবক দিয়ে সম্মানিত করেন পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার কোষাধ্যক্ষ আনন্দ পারিক।

পশ্চিম বঙ্গ প্রাদেশিক মারওয়ারী সম্মেলনের আসানসোল শাখার সদস্য মহেশ শর্মা, সিয়ারাম আগরওয়াল, দীপক তোদি, দীপক লোধা, বিমল আগরওয়াল, নির্মল আগরওয়াল, আনন্দ আগরওয়াল, শ্যাম আগরওয়াল, গোপাল গোয়েল, বিনয় আগরওয়াল, আনন্দ আগরওয়াল, অভিষেক কেডিয়া, মনোজ আগরওয়াল, বিশাল মাওয়াড়ীয়া, রবীন্দ্র সিংঘানিয়া, বিজয় সন্তোরিয়া, অরুণ আগরওয়াল, পবন আরও, অজয় আগরওয়াল সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts