শারদ সম্মান ২০২৫ ” র আয়োজনে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি……………. আসানসোল, ২৫ সেপ্টেম্বরঃ

পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:– আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বৃহস্পতিবার আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড়ের একট হোটেলে একটি সাংবাদিক সম্মেলন করে। সেই সাংবাদিক সম্মেলনে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গৌরীশঙ্কর আগরওয়াল, শচীন রায়, বিনোদ গুপ্ত, সতপাল সিং কির, পিঙ্কি সরবন আগরওয়াল এবং উজ্জ্বল রায় উপস্থিত ছিলেন। এদিনের সাংবাদিক সম্মেলনে আসন্ন দুর্গাপূজো উপলক্ষে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত শারদ সম্মান ২০২৫ সম্পর্কে তারা অবহিত করেন।
শচীন রায় বলেন, এই শারদ সম্মান গত ১০ বছর ধরে আয়োজন করা হচ্ছে। এ বছরও তা হবে। আসানসোল এবং বার্নপুরের দুর্গাপূজো প্যান্ডেল পরিদর্শন করে সেখানকার গোটা ব্যবস্থা, নিরাপত্তা এবং সাধারণ মানুষের জন্য কি কি করা হয়েছে তা মূল্যায়ন করে পয়েন্ট দেওয়া হবে। প্যান্ডেলের সৌন্দর্য এবং দুর্গা প্রতিমা জন্যও পয়েন্ট দেওয়া হবে। তিনি আরো বলেন, যারা ঠাকুর দেখতে আসবেন, তাদের সুবিধায় কতটা নজর দেওয়া হচ্ছে তারও মূল্যায়ন করা হবে। বিচারক এই সমস্ত বিষয় পর্যালোচনা করার পরে, পূজো কমিটিকে পয়েন্ট হবে এবং সেই অনুযায়ী পুরষ্কার থাকবে।


বিনোদ গুপ্তা বলেন, আসানসোল এবং বার্নপুরকে দুটি পৃথক বিভাগে ভাগ করা হয়েছে। বাজেটের দিক থেকে ৫ লক্ষ টাকার কম বাজেটের পূজা এবং ৫ লক্ষ টাকার বেশি বাজেটের পূজার জন্য বিভাগ তৈরি করা হয়েছে। কিছু দুর্গা পূজো মহিলাদের দ্বারা আয়োজিত হয়। যারও একটি বিভাগও হবে। এর বাইরে, কিছু স্থায়ী মন্দিরে পূজোর আয়োজন করা হয়, যা আলাদাভাবে বিবেচনা করা হবে। দুর্গাপূজোগুলিকে এইসব বিভাগে ভাগ করে, সেরা বাছাই করা হবে। ষষ্ঠীর দিন রবিবার আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যরা বিচারক হিসেবে পরিক্রমায় যাবেন। বিচারকদের প্যানেলে কিছু বিশিষ্ট ব্যক্তিরাও থাকবেন। সোমবার সপ্তমীর দিন একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে তিনি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts