
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার সকালে আসানসোল পৌরনিগমের মেয়র জানান আসানসোল শহরের বিভিন্ন রাস্তা বিদ্যুৎ দপ্তরের কেবল লাইন বসানোর জন্য রাস্তা কাটার ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে জনগণের আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে সেসব রাস্তা মেরামত করার জন্য টেন্ডার হয়ে গেছে আসানসোলের এস বি গড়াই রোড, হটন রোড, নুরুদ্দীন রোড, রহমতনগরের রাস্তা মেরামত করা হবে আপাতত চলাচলের যোগ্য করা হবে পিচ বা ঢালাই রাস্তা পরে করা হবে।



জনগণের সুবিধার জন্য আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে সবসময়ই কাজ করে যাচ্ছে পূজোর সময় জনগণের সুবিধার জন্য রাস্তা মেরামত করা হচ্ছে তিনি আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করে রাস্তা কতদূর মেরামত করা হয়েছে এবং রাস্তার গর্ত আছে কি না সে বিষয়ে আলোচনা করা হয়। খুব শীঘ্রই রাস্তা মেরামত করার কাজ শেষ হয়ে যাবে। ষষ্ঠী থেকে ছট পূজা পর্যন্ত উৎসবের মরশুম শেষ হয়ে গেলে পিচ ও ঢালাই রাস্তার কাজ শুরু হবে আপাতত সব রাস্তার গর্ত বন্ধ করে সমান করে দেওয়া হয়েছে জনগণের চ লাচলের সুবিধার জন্য।

Leave a Reply