
পাবলিক নিউজঃ আসানসোল:– আরজি করের ঘটনার আবহের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া বা টিডিবি কলেজ কমার্সের প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠলো এক প্রাক্তনীর বিরুদ্ধে। এর পাশাপাশি তার কাছ থেকে কলেজে ভর্তি করার নাম করে টাকা চাওয়ারও অভিযোগ উঠেছে। কলেজ চত্বরের মধ্যেই গোটা ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন ঐ ছাত্রীর বাবা ও মা। শনিবার তারা এই বিষয়ে কলেজের টিচার ইনচার্জ মিলন মুখোপাধ্যায়ের কাছে গোটা ঘটনার কথা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন । টিচার ইনচার্জ এ বিষয়ে তার কাছে একটা অভিযোগ দায়ের করা হয়েছে বলে স্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কলেজ পরিচালন সমিতির সভাপতি রানিগঞ্জ বিধানসভার তৃনমুল কংগ্রেসের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলি। তার নির্দেশ মতো রানিগঞ্জ থানায় যোগাযোগ করি ও সেই অভিযোগ পাঠিয়ে দিয়েছি ।


গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। এরপরই রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত পুলিশের একটি দললে টিডিবি কলেজে পাঠিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেন। শনিবারই পুলিশের তদন্তকারী দলের সদস্যরা কলেজ চত্বরে থাকা বিভিন্ন অংশে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেন। তার ঠিক কি ঘটনা ঘটেছিল, কোন সময় এই ঘটনা ঘটেছিল, কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেগুলি খতিয়ে দেখেন। পুলিশ জানা গেছে শনিবার সকাল ১০ টা নাগাদ এনসিসি বিল্ডিং এর উপরি তলায় ওই কলেজে ভর্তি হতে আসা ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনই অভিযোগ করেছেন ঐ ছাত্রীর বাবা-মা বলে জানা গেছে। এ মুহূর্তে পুলিশ প্রশাসন সমস্ত ঘটনা খতিয়ে দেখে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে, এই ঘটনা আদপে কি ঘটেছে, সে সকল বিষয়গুলি খতিয়ে দেখছেন।কলেজ পরিচালন সমিতির সভাপতি শাসক দলের বিধায়ক তাপস বন্দোপাধ্যায় গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছেন। কলেজে বহিরাগত হিসেবে প্রাক্তনীদের অবাধ যাতায়াত করা নিয়ে প্রশ্ন তুলেছেন। সরাসরি না হলেও, তিনি নিজের দলের দিকে আঙুল তুলেছেন কলেজে বহিরাগতদের যাতায়াতের বিষয়ে। গোটা ঘটনাটি নিয়ে রানিগঞ্জ শহরের পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কলেজ ও রানিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ঐ প্রাক্তনীর নাম শ্যাম পুরী। সে বেশ কয়েক বছর আগে বাণিজ্য বিভাগের পড়ুয়া ছিলো। পরে সে পাশ করে। কিন্তু তারপরেও তার কলেজে অবাধ যাতায়াত ছিলো। তার এই অবাধ যাতায়াতে কোন নেতার প্রশয় ছিলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, এ বিষয়ে কথা বলতে রানিগঞ্জ থানায় পুলিশ ঐ ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।


আরো জানা গেছে, ঐ ছাত্রীর কাছ থেকে কলেজে ভর্তির জন্য টাকা চায় ঐ প্রাক্তনী। তাকে নিয়ে যাওয়া কলেজের দোতলায় একটি ফাঁকা জায়গায়। সেখানে তাকে যৌন হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। এদিকে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন রানিগঞ্জের বিধায়ক, তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্যে গুরুতর অভিযোগ করেন। তিনি এদিন দাবি করেন, এই ঘটনায় যুক্ত থাকা অভিযুক্তর কঠিনতম শাস্তি হোক। তিনি বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের মাথায় নিশ্চয়ই বড় কোন নেতার হাত রয়েছে। পাশাপাশি কলেজে ঘটে যাওয়া এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানান তাপস বন্দোপাধ্যায়।তিনি বলেন, কলেজে বহিরাগতদের যাতায়াত বন্ধ করার অনেক চেষ্টা করেছি। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু কোন লাভ হয়নি। অন্যদিকে, বিজেপির রানিগঞ্জ শহর মন্ডলের সভাপতি দেবজিৎ খাঁ ও এবিভিপির জেলা সংযোজক নীলাঞ্জন যাদব এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তারা বেশ কয়েকজনের নাম করেই এই ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানান। একই সাথে তারা হুমকি দিয়ে বলেন, দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন ।এসএফআই জেলা সম্পাদক সুদীপ কুড়ি এই ঘটনার অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, আরজি কর কাণ্ড সহ গোটা রাজ্যে যা চলছে তারই প্রতিফলন ঘটেছে রানিগঞ্জের টিডিবি কলেজে। রানিগঞ্জ সহ জেলার জেলার কলেজ গুলো তৃণমূল কংগ্রেসের মদদপুষ্ট দূষ্কৃতিদের আখড়ায় পরিণত হয়েছে।

পুলিশ প্রশাসনের মদতে নির্বাচন না করিয়ে টিএমসিপি ছাত্র সংসদ দখল করে তোলাবাজি, দুর্নীতি ও শ্লীলতাহানি করছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে এসএফআই বলে জানিয়েছেন তিনি।
শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপির জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়ও অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ প্রশাসনকে জানিয়েছে অভিযুক্ত যেই হোক না কেন গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। তবে, অভিযুক্ত প্রাক্তনীর সঙ্গে যোগাযোগ করতে না পারায় অভিযোগ নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। এদিকে রানিগঞ্জ থানার পুলিশ জানায়, অভিযোগ জমা পড়েছে। সিসিটিভির ফুটেজ সহ সবকিছু খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।


