রাণীগঞ্জ থানার সামনে ব্যারিকেড উপড়ে ফেলে দিল বিজেপির কর্মীরা,প্রচ্ছন্ন হুমকি পুলিশ আধিকারিককে।

Video MLA Agnimitra Paul

জাহিদ আনোয়ার/আলোক চক্রবর্তী রানীগঞ্জ :-রাণীগঞ্জের ডলফিন মাঠ থেকে বিধায়িকা অগ্নিমিত্র পাল, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীসহ বিজেপির কর্মীদের শান্তিপূর্ণ মিছিল রাণীগঞ্জ থানার সামনে আসতেই হঠাৎ উত্তেজিত হয়ে পুলিশ প্রশাসনের লাগানো ত্রিশ্তরীয় ব্যারিকেড মুহূর্তে ভেঙে দেওয়াতে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। গতকাল বন্ধের দিন পুলিশ প্রশাসনের সামনে বিজেপির কর্মী ও মহিলা মোর্চার সদস্যাদের উপর আক্রমণ, হত্যার চক্রান্ত ও মহিলাদের সাথে অভব্য আচরণের প্রতিবাদে বিজেপির রাণীগঞ্জ থানা ঘেরাও অভিযান ছিল। শান্তিপূর্ণ ভাবে এই মিছিল রানীগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবার পর রাণীগঞ্জ থানার সামনে পুলিশের উপর আক্রোশে পুলিশের লাগানো ব্যারিকেড মুহূর্তে ভেঙে ফেলে এবং থানার সামনে ধর্ণাতে বসলেন বিধায়িকা, জেলা সভাপতি সহ বিশিষ্ট নেতৃত্ব ও মহিলা মোর্চার সদস্যারা। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান মঙ্গলবার যুব সমাজের পক্ষ থেকে আর জি করের নির্যাতিতা চিকিৎসকের দোষীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নবান্ন ঘেরাও করার পরিকল্পনা সুচারুভাবে মূখ্যমন্ত্রী পুলিশের সহযোগিতায় যুব সমাজের উপর আক্রমণ করে, বিজেপি ঐ আক্রমণের বিরুদ্ধে ১২ ঘন্টার বাংলা বন্ধ ডাকে। বন্ধের দিন সারা বাংলার সাথে রাণীগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের বরো চেয়ারম্যান মুজম্মিল সাহজাদা, টাউন সভাপতি রুপেশ যাদব, বাপি চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃত্ব পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করে এবং মহিলা মোর্চার সদস্যাদের সাথে অভব্য আচরণ করে। বিধায়িকা অগ্নিমিত্র পাল রাণীগঞ্জ থানার আধিকারিক বিকাশ দত্ত সহ পুলিশ প্রশাসনকে হুমকি দেন বিজেপির কর্মীরা আইন মেনে চলে বলে তারা দুর্বল নয় গতকালের ঘটনায় দোষীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে আন্দোলন আরো তীব্র হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts