
পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী আসানসোল :-শণিবার দুপুরে বৃষ্টির মধ্যে রাণীগঞ্জ থানার সাহেবগঞ্জের মোড়ে কোল মাইনসের ভাঙা বাড়ীর থেকে লোহা বার করার সময় হঠাৎ বাড়ীটা পড়ে যাওয়াতে বাড়ী চাপা পড়ে মারা যায় ১৯ বছরের রাজীব দাস এবং২০ বছরের সীতারাম বাউড়ী।

এলাকাবাসীদের বক্তব্য জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে রাস্তার পাশে সব বাড়ী ভেঙে ফেলা হচ্ছে এবং জাতীয় সড়ক কতৃপক্ষর থেকে ক্ষতিপূরন বাবদ অর্থও দিয়ে দেওয়া হয়েছে কোল মাইনস কতৃপক্ষকে ক্ষতিপূরণের পয়সা দেওয়া হলেও বাড়ীটা সম্পূর্ণ ভাবে ভাঙ্গে নি শণিবার এলাকার দুই যুবক ভাঙা বাড়ীর মধ্যে ঢুকে লোহাগুলো বার করার চেষ্টা করছিল সেইসময় হঠাৎ বাড়ীটা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে যাওয়াতে দুই যুবক চাপা পড়ে গেলে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কোল মাইনসের গাফিলতির কারনে ঘটনা হওয়াতে এলাকাবাসীরা কোল মাইনসের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান মুহূর্তে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় খনি সুরক্ষা কর্মীরা কোনরকমে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply