মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাড়ী বিতরণ করলেন মন্ত্রী।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শণিবার রাত্রে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে নর্থ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়াদশমী ও ছট পূজা উপলক্ষে প্রায় ৯০০ জন মহিলাকে শাড়ী বিতরণ এবং মিষ্টিমুখ করালেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। শাড়ী বিতরণ অনুষ্ঠানে আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীমা চক্রবর্তী, বরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন। মলয় ঘটক উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে জানান সারা দেশে একজন মহিলা মূখ্যমন্ত্রী আছেন যিনি মহিলাদের ব্যাপারে চিন্তা করেন তিনি মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার সহ একাধিক প্রকল্প এনেছেন। নিম্নচাপ দানার গতিপথ নিয়ে তিনি উদ্বিগ্নতার সাথে রাতভর কন্ট্রোল রুমে কাটিয়েছেন এবং প্রত্যেক মুহূর্তের খবর নিয়েছেন। পূজোর সময় মহিলাদের নতুন শাড়ী দিতে পারেন নি তাই আসন্ন ছট পূজার আগে মহিলাদের শাড়ী বিতরণ করার নির্দেশ দিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts