

পাবলিক নিউজঃ কাঁকসা:-ভীন রাজ্যে কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় গত শনিবার রাতে।কাঁকসার কেনেলপারের বাসিন্দা মৃত শ্রমিকের নাম সতীশ মন্ডল(৩৩)।ঠিকাদারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে দেহ ফিরে পেতে ৪দিন পর কাঁকসা থানার পুলিশের দারস্থ হয়েছিল পরিবার। পরিবারের অভিযোগ গত কয়েকবছর ধরে এক ঠিকাদারের সাথে ওই শ্রমিক ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজ করতেন।গত কালি পুজোর পর সে ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিল।রবিবার সকালে কাঁকসার ক্যানেলপাড়ের বাড়িতে ঠিকাদার ফোন করে মৃত্যুর খবর জানায়।এর পরেই পরিবারের সদস্যরা কাঁকসা থানার দারস্ত হয়েছিলেন।শনিবার দুপুর ৩টে নাগাদ ঠিকাদার রবি সরকার দেহ বাড়িতে ফিরিয়ে আনলে দেহ এলাকায় ঢোকার মুখে বাধা দিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ ও পরিবারের সদস্যরা।পরিবারের সদস্যরা দাবি করে পুনরায় দেহ ময়নাতদন্ত করতে হবে।এবং ঠিকাদার কে গ্রেফতারের দাবি জানায়।স্থানীয়দের বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে ঠিকাদার কে আটক করে নিয়ে যায়।পুলিশের অস্বাসে কফিন বন্দি দেহ পরে বাড়িতে নিয়ে যায় পরিবার।







Leave a Reply