বোনাস নিয়ে সেলের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ / আন্দোলনে নামছে সব শ্রমিক সংগঠন / প্রথমে দুদিন ধর্ণা, পরে ধর্মঘট

পাবলিক নিউজঃ আসানসোল:– সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ইস্পাত কারখানার কর্মীদের বোনাস নিয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে সমস্ত শ্রমিক সংগঠনগুলি একযোগে আন্দোলনে নামতে চলেছে। প্রথমে ধর্ণা ও পরে ধর্মঘটের দিকে শ্রমিক সংগঠনগুলি যাবে বলে জানা গেছে।
বার্নপুরে রবিবার দীর্ঘ সময় ধরে সমস্ত শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা একযোগে বৈঠক করেন। সেই বৈঠকে এই নিয়ে আন্দোলনের একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেছেন তারা।
জানা গেছে, এই বৈঠকে আইএনটিইউসি ছাড়াও সিটু , ভারতীয় মজদুর সংঘ , এআইটিইউসি ও হিন্দ মজদুর সভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইএনটিইউসির বার্নপুরের সেল আইএসপি বা ইস্কো কারখানার দায়িত্বে থাকা নেতা হরজিৎ সিং বলেন, সেল কর্তৃপক্ষ শ্রমিকদের বোনাস নিয়ে তাদের সাথে চূড়ান্ত কোন আলোচনা না করে শ্রমিকদের বেতনের সঙ্গে ২৬ হাজার ৮১ টাকা করে ব্যাংকের স্যালারি একাউন্টে পাঠিয়ে দিয়েছে। যেখানে আমাদের দাবি ছিল ৪২ হাজার ৫০০ টাকা করে বোনাস দেওয়া হোক। কারণ কোম্পানির লাভ বর্তমানে অনেকটাই বেড়েছে। ২০২২ সালের মতোই ঐ টাকা কর্মীদের দেওয়া হোক। সমস্ত সংগঠনগুলি একযোগে সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৪ ও ১৫ অক্টোবর বার্নপুর, দুর্গাপুর সহ সমস্ত ইস্পাত কারখানা গুলিতে ধর্ণায় বসা হবে দাবি আদায়ের সমর্থনে। এছাড়াও আগামী ২৩ ও ২৪ অক্টোবর একসাথে সমস্ত কারখানায় ধর্মঘট করার জন্য প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। এরজন্য ৯ অক্টোবর শ্রমিক সংগঠনগুলির তরফে সমস্ত ইস্পাত কারখানায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ধর্মঘটের নোটিশ দেওয়া হবে বলে হরজিৎ সিং এদিন জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts