বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেলের সাফাই কর্মীদের।

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:–বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে পূর্ব রেলওয়ের আসানসোল শাখার ঠীকা সাফাই কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। সাফাই কর্মীদের সুপারভাইজার মলয় রজক জানান সরকারি নির্দেশ অনুযায়ী একজন ঠীকা সাফাই কর্মীর মাইন ৬১৫ টাকা হলেও ১৬ বছরে তারা সেই বেতন পায় নি এমনকি ডিআরএম বেতন বৃদ্ধির দাবিকে স্বীকৃতি দিয়েছেন। তাদের দাবি নতুন ঠীকাদার তাদের দাবি মাসিক ১৩ হাজার টাকা ও মেডিকেল ও পিপিএফ না দিলে তারা কাজে যোগ দেবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts