বৃহস্পতিবার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম দিবসের দিন শিক্ষক দিবস উপলক্ষ্যে এলাকার শিক্ষকদের সম্বর্ধনা দিল ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান আউশগ্রাম:-বৃহস্পতিবার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম দিবসের দিন শিক্ষক দিবস উপলক্ষ্যে এলাকার শিক্ষকদের সম্বর্ধনা দিল ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা।এদিন আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল লালনের উদ্যোগে সাতটি অঞ্চলে শিক্ষক দিবস উদযাপন করা হয়।এদিন আউশগ্রাম ২নম্বর ব্লকের বেশকিছু প্রাথমিক বিদ্যালয়,উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেশকিছু মাদ্রাসা স্কুলের শিক্ষকদের সম্মান জানানো হয়।এদিন শিক্ষকদের হাতে ফুলের তোড়া,পেন,উপহার ও মিষ্টির প্যাকেট তুলে দেন ব্লক সভাপতি আব্দুল লালন।এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন আউশগ্রাম ২নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই,যুব নেতা শেখ সঞ্জু ও সাতটি অঞ্চলের প্রধান উপ প্রধানরা।আব্দুল লালন বলেন,আমাদের প্রধান গুরু মা বাবা আর তার পরেই দ্বিতীয় গুরু শিক্ষক।আমাদের যিনি সারা বছর শিক্ষাদান করে যাচ্ছেন।এই দিনটিকে স্বরণীয় করতে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।তারা এদিন আউশগ্রাম ২নম্বর ব্লকের ১০ টির বেশি স্কুলের শিক্ষকদের সম্মান জানিয়েছেন।পাশাপাশি এদিন রোটারি ক্লাব অফ বর্ধমান ডায়মন্ড এর উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হয় গুসকরায়।এদিন বেশ কয়েকজন শিক্ষকের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ডায়মন্ডের সেক্রেটারি সিদ্ধার্থ শঙ্কর রায়,গ্রুপ সদস্য অরূপ আশ,বিবেকানন্দ রায়, রথীন্দ্রনাথ দাস সহ ক্লাব সদস্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts