
পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে গত ২৭ এ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেয়, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই অভিযানে যোগ দেন কাঁকসা বিডিও অফিসের গ্রুপ ডি কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঐদিন পুলিশকে মারধর করার অভিযোগ ওঠে তার উপর। পুলিশকে মারধর করার অভিযোগে গত ২৮ সে আগস্ট তাকে দুর্গাপুরের কালীগঞ্জ এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে হাওড়া জেলা পুলিশ। এরপর শুরু হয় তার বিচার।জেল থেকে ছাড়া পেয়ে গত মঙ্গলবার তিনি কাজে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে কাজের যোগ দেওয়ার পরই তাকে সাস্পেনশন লেটার ধরিয়ে দেওয়া হয়। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হয়েছে। আজ সকালে তিনি কাজে যোগ দেওয়ার পরই তাকে কাঁকসার যুগ্ম বিডিও তার রুমে ডেকে পাঠিয়ে তার হাতে সাস্পেনশন লেটার ধরিয়ে দেন। তিনি জানান জেলা শাসকের নির্দেশে গত ২৮ তারিখ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে।কারণ তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।এই মর্মে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জেলা শাসক দফতর থেকে তার কাছে লেটার দেওয়া হয়। তিনি বলেন বে আইনি সরকারের বে আইনি সাসপেন্ড এটা। তিনি আইনের পথে তার এই সাসপেনশনের প্রতিবাদে আইনি লড়াই চালাবেন। তিনি বলেন তারা সত্যের পথে আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনটাকে দমানোর জন্য নানান ভাবে কৌশল করে এই ধরনের চাপ সৃষ্টি করছে সরকার। যদিও তারা কোনভাবেই ভীত নন। তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না আরজিকরের ঘটনায় পরিবার বিচার পাচ্ছে।

Leave a Reply