






পাবলিক নিউজ দুর্গাপুর = বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির চারাপোনা উৎসবে অশান্তি। এক তৃণমূল কর্মী আচমকা উৎসব প্রাঙ্গনে পৌঁছলেন দলের পুরোনো সতীর্থর কাছে টাকা চাইতে, দু এক কথা হতে হতে অশান্তি, উত্তেজনা দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুর অঞ্চলে। যে পরিস্থিতির সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীকে ছুটে আসতে হলো। কোনোক্রমে অশান্ত পরিস্থিতির সামাল দিল পুলিশ। তৃণমূল কর্মী বিশ্বনাথ গোস্বামীর অভিযোগ, জিতেন্দ্র তেওয়ারি যখন তৃণমূল করতেন সেই সময় সঞ্জয় যাদব নামে তার এক অনুগামী ছিলেন, সঞ্জয়ের কাছ থেকে প্রায় এক লক্ষ ৪৩ হাজার টাকার মতো তিনি পান, দীর্ঘদিন সেই টাকা নাকি দিচ্ছেন না সঞ্জয় যাদব, আজ জিতেন্দ্র তেওয়ারির চারাপোনা উৎসবে সঞ্জয় যাদবকে দেখা মাত্রই, বিশ্বনাথ গোস্বামী নামে ঐ তৃণমূল কর্মী জনা পাঁচেক লোকজন নিয়ে ঢুকে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির অনুষ্ঠানস্থলে। দু এক কথা হতে হতে নিমেষে ছড়ায় অশান্তি। পুলিশ তড়িঘড়ি ছুটে এসে সামাল দেয় পরিস্তিতির। এইদিকে উৎসব ভুন্ডুল করতে এই চক্রান্ত শাসক দলের কটাক্ষ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির,তার উদ্যোগে লাউদোহায় চারাপোনা উৎসবকে ভুন্ডুল করতে শাসকের সাথে পুলিশও উঠে পড়ে লেগেছে বলে বিজেপি নেতার অভিযোগ। যদিও ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি করে জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পান্ডবেস্বর বিধানসভা কেন্দ্রে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ও তার লোকজন। সব মিলিয়ে গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুর এলাকায়।










Leave a Reply