

পাবলিক নিউজ আসানসোল :– বার্নপুর স্টেশনে আরপিএফের ” অপারেশন নানহে ফরিস্তে ‘ অভিযান উদ্ধার এক নাবালক। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ট্রেন নং ৬৩৫৯৩ পুরুলিয়া – আসানসোল ( পিআরআর-এএসএন) মেমু প্যাসেঞ্জার বার্নপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটার সময় পৌঁছায়। সেই সময় ট্রেনে তল্লাশিতে ছিলেন বার্নপুর আরপিএফ পোস্ট ইন্সপেক্টর এ কে গরাইয়ের নেতৃত্বে আরপিএফের জওয়ানরা। তারা নিয়মিত চেকিংয়ের সময় ইঞ্জিনের পরে প্রথম কোচে প্রায় ১১ বছর বয়সী একটি নাবালককে ভীত ও নার্ভাস অবস্থায় একা বসে থাকতে দেখতে পান।
আরপিএফের অফিসার ও কর্মীদের জিজ্ঞাসাবাদে নাবালক বলে তার নাম নাসিম আনসারি। বাবার নাম মুস্তাক আনসারি। বাড়ি ঠিকানা বলে ঝাড়খণ্ডের দেওঘর জেলার দেবীপুর থানার বিরনিয়া গ্রামে। নাবালক আরও জানায় যে, সে তার বাবার বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে ।
নাবালকটিকে এরপরে আরপিএফ পোস্টে আনা হয়েছিল। তাকে জল, বিস্কুট এবং অন্যান্য খাবার খেতে দেওয়া হয়। এরপরে আসানসোলের শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) সাথে যোগাযোগ করা হয়। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নাবালককে আসানসোল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে সিডব্লিউসির আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।










Leave a Reply