বছরের শেষ বোর্ড বৈঠকে মেয়রের ঘোষণা / আসানসোল পুর এলাকায় গরীবদের বাড়িতে পানীয়জলের সংযোগে লাগবে ৫০০ টাকা

পাবলিক নিউজঃ আসানসোল :– ইতিমধ্যেই আসানসোল পুরনিগম এলাকায় রাজ্য সরকারের নির্দেশ মতো ” বাড়ি বাড়ি পানীয়জলের সংযোগ বা হাইস টু হাউস ওয়াটার কানেকশন ” দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারজন্য পুর এলাকা জুড়ে কাজ চলছে। এই সংযোগ বা কানেকশন নেওয়ার ক্ষেত্রে আসানসোল পুরনিগম কতৃপক্ষ পুর এলাকাবাসীদের কথা ভেবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ২০২৪ সালের আসানসোল পুরনিগমের পুর কাউন্সিলারদের শেষ বোর্ড বৈঠক সেই সিদ্ধান্ত ঘোষণা করেন মেয়র বিধান উপাধ্যায়। বোর্ড বোর্ডে বৈঠক শেষে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক।
এদিন আসানসোল পুরনিগমের বোর্ড বৈঠক নিয়ম মেনে পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সভাপতিত্বে হয়। যারা গত একমাসে মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বৈঠক শুরু হয়। এই বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয় এবং বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়।
পরে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ” সকলের জন্য হাউস বা হাউস ফর অল” স্কিমে (হাউজিং স্কিম) জিও ট্যাগিং করে সহজে মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার অর্থ না দেওয়ার কারণে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তবে এখন আশা করা যায় সেই সমস্যাগুলি সমাধান হবে। তিনি আরো বলেন, ডিভিসির তরফে জল না দেওয়ায় কিছু সময়ের জন্য আসানসোল পুরনিগম বেশ কিছু এলাকায় পানীয়জলের জলের সংকট দেখা দিয়েছিলো। পুরনিগম কতৃপক্ষ বিকল্প ব্যবস্থা করার কারণে এই ঘাটতি অনেকাংশেই পূরণ হয়েছে। জলের সমস্যা কিছুটা হলেও মিটেছে। এদিনের বোর্ড বৈঠকে ২০২৫ সালের নতুন ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়েছে।
ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, বাড়ি বাড়ি পানীয়জলের সংযোগের চার্জও কমানো হয়েছে। মেয়র বিধান উপাধ্যায় এদিনের বৈঠকে তা জানিয়েছেন। এর সুবিধা গরীব মানুষদের দেওয়া হবে। যারা কাঁচা বাড়িতে থাকেন তাদের পানীয়জলের সংযোগ দেওয়া হবে মাত্র ৫০০ টাকায়। অন্যদের দিতে হবে ৩০০০ টাকা। তিনি আরো বলেন, পুর এলাকায় অনেক বেআইনি পানীয়জল সংযোগ আছে। তাদেরকে সেই সংযোগ আইনী বা বৈধ করে নেওয়ার জন্য পুর কতৃপক্ষ একটা সুযোগ দিচ্ছে। ৬ হাজার টাকা দিয়ে অবৈধ সংযোগ বৈধ করিয়ে নেওয়া যেতে পারে। তারমধ্যে ৩০০০ টাকা কানেকশনের জন্য ও বাকি ৩০০০ টাকা জরিমানা। তবে, এই পানীয়জলের সংযোগ নিতে পুর ট্যাক্স করা বাধ্যতামুলক। এরপরেও কেউ যদি তা না করে, তাহলে পরনিগম কতৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেবে বলে ডেপুটি মেয়র জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts