
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :– প্রয়াগরাজে যাবার জন্য শ্রদ্ধালুদের লম্বা লাইন, ১৫ তারিখ পর্যন্ত নাম নেওয়া হবে।আসানসোলের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণা প্রসাদ শ্রদ্ধালুদের প্রয়াগরাজ নিয়ে যাবার ঘোষণা করার পর ১১ তারিখ থেকে নাম নথিভুক্ত করার জন্য শ্রদ্ধালুদের লম্বা লাইন নজরে আসে। সম্প্রতি সমাজসেবী কৃষ্ণা প্রসাদ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন ১১০০ জন শ্রদ্ধালুদের বাসে করে প্রয়াগরাজ নিয়ে যাবেন সাহি স্নান করাতে ১৯ বছর থেকে ৫৫ বছরের শ্রদ্ধালুদের নেওয়া হবে তাদের শারীরিক পরীক্ষার পর। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নাম নথিভুক্ত করা হবে এবং ১১০০ জনের নাম নথিভুক্ত হবার পর বন্ধ করা হবে বলে জানান কৃষ্ণা প্রসাদ।













Leave a Reply