পূর্ব রেলের আরপিএফের ” অপারেশন নানহে ফরিস্তে ” / জানুয়ারি মাসে উদ্ধার ৭০ জন নাবালক ও নাবালিকা

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– শিশু সুরক্ষার প্রতি অটল নিষ্ঠা প্রদর্শন করে পূর্ব রেলের আরপিএফ বা রেলওয়ে সুরক্ষা বাহিনী ” অপারেশন নানহে ফরিস্তে ” অধীনে একটি উল্লেখযোগ্য মাইল স্টোন অর্জন করেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পূর্ব রেলের বিভিন্ন স্টেশন থেকে আরপিএফের জওয়ানরা মোট ৭০ জন নাবালক ও নাবালিকাকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে ৪১ জন ছেলে এবং ২৯ জন মেয়ে আছে।
হাওড়া ডিভিশন থেকে ২৭ জন ছেলে এবং ১৫ জন মেয়ে, শিয়ালদহ ডিভিশন ১ জন ছেলে এবং ৩ জন মেয়ে, আসানসোল ডিভিশন থেকে ৬ জন ছেলে এবং ৯ জন মেয়ে ও মালদহ ডিভিশন থেকে ৭ জন ছেলে এবং ২ জন মেয়েকে উদ্ধার করা হয়েছে।
নিজেদের সতর্কতা এবং তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে আরপিএফ কর্মীরা এই নাবালক ও নাবালিকাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে বা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিরাপদ হেফাজত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই প্রশংসনীয় প্রচেষ্টা দুর্দশাগ্রস্ত শিশুদের সুরক্ষা এবং সুস্থতা নিশ্চিত করার জন্য আরপিএফের প্রতিশ্রুতিকে তুলে ধরে।
” অপারেশন নানহে ফরিস্তে” র সাফল্য পূর্ব রেলের যাত্রী নিরাপত্তা এবং সুরক্ষার প্রতি অঙ্গীকারকে তুলে ধরে। বিশেষ করে সংবেদনশীল শিশুদের সুরক্ষার উপর জোর দিয়ে থাকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts