পুজোর আগেই দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণ-সভা আয়োজন করল পশ্চিম বর্ধমান জেলা কমিটি ।

পাবলিক নিউজঃ দুর্গাপুর :–পুজোর আগেই দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণ-সভা আয়োজন করল পশ্চিম বর্ধমান জেলা কমিটি । রবিবার দুর্গাপুরের গান্ধী ময়দানে ৬ অক্টোবর এই স্মরণ-সভা অনুষ্ঠিত হলো ।
শোকপ্রস্তাবে বুদ্ধবাবুর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে প্রশাসনিক কাজ সবই তুলে ধরা হয়। তাঁর বইয়ের প্রতি ভালোবাসার কথাও উল্লেখ করা হয় শোকপ্রস্তাবে।
বাম ছাত্র সংগঠন, যুব সংগঠন থেকে শুরু করে সিপিএমের নেতারাওকর্মীরাও এই সভায় উপস্থিত ছিলেন।শোকপ্রস্তাবে বুদ্ধবাবুর সীতারাম ইয়েচুরির রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে প্রশাসনিক কাজ সবই তুলে ধরা হয়। বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর বইয়ের প্রতি ভালোবাসার কথাও উল্লেখ করা হয় শোকপ্রস্তাবে।
মোহাম্মদ সেলিম বলেন , “এই শূন্যতা পূরণ করা কঠিন। কিন্তু আজ নয় কাল এই বাংলাকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেখানো পথেই হাঁটতে হবে। নতুনদের মধ্যে তাঁর স্বপ্ন বেঁচে থাকবে। সেগুলো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কাজ।
অন্যদিকে রাজ্যে নক্কারজনক দুটি ঘটনা ঘটে গেছে সেই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, পুলিশ কার নেতৃত্বে চলবে সেটা ঠিক করতে হবে পুলিশকেই সঠিক তদন্ত না করার জন্য এই ঘটনাগুলি ঘটছে রাজ্যে। একদিকে যেমন অস্বস্তি বাড়িয়েছে
আরজি কর কাণ্ডের অন্যদিকে কুলতলীর ঘটনায় এই রাজ্যে আইনের কঙ্কাল চেহারা দেখা যাচ্ছে।এই রাজ্যে আইনের শাসক আর নেই। মমতার দলদাস হয়েছে পুলিশ। তাই আবহে দেবীপক্ষে কুলতলিতে ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা অস্বস্তিতে বাড়িয়েছে রাজ্য সরকারের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts