
পাবলিক নিউজঃ আসানসোল :–পান্ডবেশ্বরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধনে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একাধিক জনসেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির মধ্যেই শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভার জোয়ালভাঙ্গা গ্রামে একদিনের বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এই স্বাস্থ্য শিবির মূলতঃ গ্রাম এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে সুনির্দিষ্ট করার লক্ষ্যে করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে ছিল রক্ত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন পরিষেবা। এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নরোত্তম মন্ডল, বীর বাহাদুর সিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এই প্রসঙ্গে ্ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন স্বাস্থ্য ব্যবস্থা দুয়ারে এসে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের মানুষ ” স্বাস্থ্য সাথী” র সুফল আজ হাতেনাতে বুঝতে পারছেন। তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হওয়া এই স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে অনেক সাধারণ মানুষ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।










Leave a Reply