পগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়সানের ১০ ম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির।

আলোক চক্রবর্তী আসানসোল :-শুক্রবার সকালে আসানসোলের প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়সনের ১০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোলো গ্রাউন্ডের কাছে তাদের দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পন্নাহবলম, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, বরো চেয়ারম্যান উৎপল সিনহা সহ বিশিষ্ট অতিথিরা। উপস্থিত চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান ২০১১ সালের পর তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হবার পর মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সকল সংঘটন এবং কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন জনগণের পাশে দাঁড়াতে তাদের সুখদুঃখের সময় সহায়তা করতে। বর্তমানে রক্তের সংকট চলছে তাই সংঘটন থেকে রক্তদান শিবির করে আসানসোলবাসীদের কিছুটা সাহায্য করেছে সংঘটন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts