নিয়োগ মামলার রায়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আসানসোলে বিজেপির মিছিল / ডিআই অফিস গেটে তালা, বিক্ষোভ

পাবলিক নিউজ আসানসোল :– দেশের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের এসএসসি নিয়োগ মামলার রায় দিতে গিয়ে ২০১৬ সালের পুরো প্যানেলকেই বাতিল করেছে। এর ফলে প্রায় ২৬০০০ শিক্ষক চাকরি হারিয়েছেন। সুপ্রিম কোর্টের এই রায়কে সামনে রেখে বিজেপি গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছে।
সেই একই দাবিতে শুক্রবার সকালে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা পক্ষ থেকে ডিআই অফিস অভিযানের ডাক দেওয়া হয়। আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড় থেকে এই উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বেরোয়। সেই মিছিল মূর্গাশোল ও রামবন্ধু তলাও মোড় হয়ে আসানসোলের এসবি গরাই রোডের সুকান্ত ময়দান সংলগ্ন আসানসোল পুরনিগমের ৪ নং বোরো অফিসে থাকা ডিআই অফিসে আসে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য। এছাড়াও ছিলেন প্রাক্তন সভাপতি দিলীপ দে, অভিজিৎ রায়, সুদীপ চৌধুরী, অরিজিৎ রায় সহ অন্যান্যরা।

বিজেপি নেতা ও কর্মীরা যাতে ডিআই অফিসের ভেতরে কোনভাবেই যেতে না পারেন, তারজন্য পুলিশের কথায় মুল গেটে তালা লাগানো হয়েছিলো। আগে থেকেই পুলিশ বাহিনী ডিআই অফিস চত্বরে মোতায়েন করা হয়েছিলো। গেটে তালা লাগানো থাকায় ভেতরে ঢুকতে না পেরে বিজেপির নেতা ও কর্মীরা গেট ধরে ঝাঁকানো শুরু করেন। কেউ কেউ পাঁচিল টপকে অফিস চত্বরে ঢুকে স্লোগান দিতে থাকেন। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ধরে এমন পরিস্থিতি থাকে। শেষ পর্যন্ত ডিআই অফিসে যেতে না পারায়, বিজেপির জেলা সভাপতি বাইরে থেকে ঐ গেটে আরো একটা তালা লাগিয়ে দেওয়া হয়।

আন্দোলন শেষে বিজেপির জেলা সভাপতি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬০০০ শিক্ষক চাকরি হারিয়েছেন। এটি শিক্ষা ব্যবস্থার জন্য একটি খুব বড় ধাক্কা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার সদস্যরা এর জন্য দায়ী, কারণ তারা শিক্ষক নিয়োগে একটি বড় কেলেঙ্কারি করেছেন। তিনি আরো বলেন, যেসব শিক্ষক চাকরি হারিয়েছেন তাদেরও টাকা ফেরত দিতে হবে। তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এখন রাজ্যের কারও কোনও আশা নেই। কারণ তিনি তার দুর্নীতিবাজ নেতা ও মন্ত্রীদের বাঁচাতে ২৬ হাজার শিক্ষককে উৎসর্গ করেছেন। আমরা তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছি।

এদিকে, বিজেপির বাইরে থেকে গেটে তালা লাগানোয় আন্দোলন শেষ হওয়ার পরে বোরো অফিসে থাকা পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বেরোতে গিয়ে সমস্যায় পড়েন। সেই সময় সেখানে থাকা আসানসোল দক্ষিণ থানার এক পুলিশ অফিসারের সাথে স্বাস্থ্য আধিকারিকদের বাদানুবাদ হয়। শেষ পর্যন্ত ঐ পুলিশ অফিসার বিজেপির লাগানো তালার চাবি বেশ কিছুক্ষন পরে খুঁজে পান। তারপর সেই তালা খুলে দেন ঐ পুলিশ অফিসার। তারপর স্বাস্থ্য আধিকারিকরা বাইরে বেরোন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts