পাবলিক নিউজ আসানসোল:– এসএসসি নিয়োগে সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের ২৬০০০ শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে। গোটা বিষয়টিকে সামনে রেখে রাজ্য সরকারের পদত্যাগের দাবিতে শুক্রবার সন্ধ্যায় আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে বিএনআর মোড়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ( এবিটিএ) আসানসোল মহকুমা শাখার পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। রাস্তা অবরোধ করে দেখানো হয় বিক্ষোভও।
এই প্রতিবাদ সভায় অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের অমিতদ্যুতি ঘোষ, কালী শঙ্কর ভট্টাচার্য, অনিন্দ্য দাস, মৈত্রেয়ী দাস, ভিক্টর আচার্য ছাড়াও সংগঠনের আরো অনেক কর্মী উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে অমিতদ্যুতি ঘোষ বলেন, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যে আদেশ দেওয়া হয়েছে তার জন্য রাজ্য সরকার এবং এসএসসি সম্পূর্ণরূপে দায়ী। তারা তাদের কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলো। যে কারণে তারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অনেক সুযোগ পেয়েছিল যেখানে তারা যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা করতে পারতো। কিন্তু তারা তা করেনি । কারণ তারা যদি তা করত, তাহলে তাদের কেলেঙ্কারি প্রকাশ্যে আসত। এর ফলে প্রায় ২৬০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে এমন শিক্ষকও আছেন যারা যোগ্য ছিলেন। যারা কোনও দুর্নীতি করেননি। তারা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। কিন্তু শুধুমাত্র রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে, আজ তারাও অস্তিত্বের সংকটের মুখোমুখি। তিনি আরো বলেন, আমাদের সংগঠন এটা হতে দেবে না। রাজ্য সরকারের সরানোর দাবিতে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।