নবম দূয়ারে সরকারের উদ্বোধন করলেন বারাবনির বিডিও।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার সকালে বারাবনির দোমহানি বাজার বিবেকানন্দ পাঠাগারে স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করে নবম দূয়ারে সরকারের উদ্বোধন করলেন বারাবনির বিডিও। তিনি জানান শুক্রবার ২৪ শে জানুয়ারী থেকে ১ লা ফেব্রুয়ারী পর্যন্ত চলবে পশ্চিম বঙ্গ সরকারের নবম দূয়ারে সরকারের প্রকল্প এবছর ৩৭ টা প্রকল্প নিয়ে দোমহানির বিভিন্ন পঞ্চায়েতের বাড়িতে পৌঁছে যাবেন, গত বার অনেকে বয়স জনিত কারণে ও বিভিন্ন কারণে শিবিরে উপস্থিত হতে পারেন নি তাই এই বছর সবার বাড়ীতে প্রকল্প নিয়ে পৌঁছে যাবে কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts