দেরাদুনে দুদিনের ” এইচএসএফইএ ২০২৫” সম্মেলন / বার্নপুর সেল আইএসপির মুকুটে “সেফটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড”…………., বার্নপুর, ১০ এপ্রিলঃ

পাবলিক নিউজ আসানসোল :– বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানাকে “সেফটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড”-এ ভূষিত করা হয়েছে ইন্টারন্যাশনাল সাসটেইনেবিলিটি কনফারেন্স অন হেলথ সেফটি, ফায়ার অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভান্সেস ( এইচএসএফইএ ২০২৫ )-এ। এই সম্মেলন ৯ ও ১০ এপ্রিল দেরাদুনে অনুষ্ঠিত হয়। যার আয়োজক ছিল ইউপিইএস, দেরাদুনের স্কুল অব অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং-এর সাসটেইনেবিলিটি ক্লাস্টার।
এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি মেটাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থায় অসাধারণ অবদানের জন্য বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানাকে স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।
এইচএসএফইএ ২০২৫ ছিল এই অঞ্চলের সবচেয়ে বড় সম্মেলন। যেখানে অংশগ্রহণ করেন সুরক্ষা বিশেষজ্ঞ, কর্পোরেট নেতা, শিক্ষাবিদ ও চিন্তাবিদরা। এতে পাওয়ার, এনার্জি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি, স্টিল, অয়েল অ্যান্ড গ্যাস, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, ফার্টিলাইজার, কেমিক্যাল এবং এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড সেফটি ( ইএইচএস)-র সাথে জড়িত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
সম্মেলনে উপস্থিত উল্লেখযোগ্য সংস্থাগুলোর মধ্যে ছিল ওএনজিসি, সেল, এইপিসিএল, এনএফএল, জিন্দাল স্টেনলেস, ইআইএল, আইটিসি টেকনিপ, টাটা প্রজেক্ট এবং এল এন্ড টি। যা এই অনুষ্ঠানকে বিভিন্ন শিল্পক্ষেত্রে স্থায়িত্ব ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts