Street Light file photo

আলোক চক্রবর্তী :-আসানসোল পৌরনিগমের ৭ নং বরোর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী সোমবার জানান রাজ্যের বিভিন্ন দূর্গাপূজার কমিটিদের আর্থিক অনুদান বৃদ্ধি করে তাদের উৎসাহিত করছেন সাথে জনগণকে পূজোর আনন্দ উপভোগ করার জন্য উৎসাহিত করছেন। পশ্চিম বর্ধমান জেলার বার্ণপুর এলাকায় বিভিন্ন দূর্গাপূজার কমিটিও আর্থিক অনুদান পেয়েছেন, আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে বিভিন্ন বরো চেয়ারম্যানকে রাস্তা, লাইট ঠীক করার নির্দেশ দেওয়া হয়েছে। পূজোর আগে বার্ণপুর এলাকায় সমস্ত রাস্তা ঠীক করার পাশাপাশি আলোকোজ্জ্বল করা হবে।