
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের জেরে বেরিয়ে পরল বন্দুক ও লাঠি। আর তাকে ঘিরেই রীতিমতো উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হল আসানসোলের কুলটি থানার শীতলপুর চার নম্বর এলাকায়।লাঠির ঘায়ে আহত হয়েছে একজন।জানা গিয়েছে শুক্রবার শীতলপুর চার নম্বর এলাকায় প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বচসা ও ঝামেলা হয়।এই ঝামেলায় একজন কে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।এর পাশাপাশি প্রকাশ্য দিবালোকে একজন কে বন্দুক হাতে দেখা যায়।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়াই।খবর পেয়ে ঘটনাস্থলেই সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ পৌচ্ছায়।এই ঘটনায় একজন কে আটক করেছে পুলিশ।তবে বন্দুক টির খোঁজ পাওয়া যায়নি।বন্দুকটির খোঁজ চালাচ্ছে পুলিশ।





Leave a Reply