

পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-গত পাঁচই জুন থেকে কর্মহীন কাঁকসার বনকাটি পঞ্চায়েতের খেরোবাড়ি এলাকার বাসিন্দা দিলীপ কিস্কু।কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরোবাড়ি এলাকার একটি পিএইচই দপ্তরের পাম্প হাউসে গত ২০২২ সাল থেকে কর্মরত ছিলেন তিনি। দিলীপ কিস্কুর অভিযোগ, গত জুন মাসের পাঁচ তারিখে তাকে বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের নির্দেশে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা তাকে কাজে যোগ দিতে বারণ করে। কি কারনে তাকে কাজ থেকে বার করে দেওয়া হয়। তার উত্তর তিনি পাননি। এই বিষয়ে জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তিনি অভিযোগ জানিয়েছেন। কিন্তু সেই অভিযোগ জানানোর পরেও প্রশাসনিকভাবে কোন সুরাহা তিনি পাননি বলে তার অভিযোগ। তার অনুমান তাকে চক্রান্ত করে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে।যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য এই বিষয়ে জানিয়েছেন, দিলীপ কিস্কু যে সময়ে কাজে যোগ দিয়েছিল সেই সময় তাকে কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি বলেই যতটুকু তিনি জেনেছেন। কিভাবে ও কে তাকে কাজে যোগ দেওয়া করিয়েছিল সেটাও তার জানা নেই। তার কাছে যদি কোনো নিয়োগপত্র থাকে তাহলে তিনি সেই নিয়োগপত্র নিয়ে আবেদন করতে পারেন।তার পর বিষয়টি বিবেচনা করা যাবে। সম্ভবত তাকে কোনরকম নিয়োগপত্র না দিয়েই নিয়োগ করা হয়েছিল যার কারণে প্রশাসনিক নিয়ম মেনে ওই জায়গায় স্থানীয় বেকার যুবকদের কাজে যোগদান করানো হয়েছে পি এইচ ই দফতর থেকে।

Leave a Reply