

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– রবিবার আসানসোলের পোলো গ্রাউন্ডে টিভি রিলে সেন্টারের কাছে তিনদিনের বাংলা মোদের গর্ব মেলার ফিতে কেটে উদ্বোধন করলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, উপস্থিত ছিলেন জেলা শাসক এস পন্নাহবলম, অতিরিক্ত জেলা শাসক ( উন্নয়ন) সঞ্জয় পাল, মহকুমাশাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্য, সমাপ্তি দত্ত, বৈশাখী বন্দোপাধ্যায়, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ বিশিষ্ট অতিথিরা। এই মেলা আগামী ২৯ তারিখ পর্যন্ত চলবে। বাংলা মোদের গর্ব মেলা মূলত বাংলার হস্তশিল্প, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, কীর্তন, শ্যামা সঙ্গীতের পাশাপাশি জামদানী, কাঁথাস্টীচ সহ বিভিন্ন কারুকার্য শোভিত শাড়ী প্রদর্শিত করা হবে। এই মেলা প্রত্যেক দিন সন্ধ্যা ৫ টা থেকে রাত নটা পর্যন্ত চলবে।






Leave a Reply