ট্রাফিক সচেতনতা বাড়াতে উখড়াতে যৌথ মিছিল।

আলোক চক্রবর্তী আসানসোল:-অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ দিবস এবং আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের স্থাপনা দিবস উপলক্ষে ট্রাফিক সচেতনতা বাড়াতে একটা মিছিল বার করা হয়। এই মিছিল উখড়া আদর্শ হিন্দি হাইস্কুল থেকে শুরু হয়ে বাজপেয়ী মোড় হয়ে পুনরায় হিন্দি হাইস্কুলে এসে শেষ হয়। এই মিছিলে হিন্দি হাইস্কুলের এন সি সি এবং স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল তাছাড়া উখড়া চেম্বর অফ কমার্স এবং এমিস সংস্থার বাচ্চারা অংশগ্রহণ করেছিল। মিছিলে হিন্দি হাইস্কুলের প্রধান অধ্যক্ষ প্রবীণ কুমার সিং, অন্ডাল ট্রাফিক আধিকারিক প্রবীর কুমার পাল, ট্রাফিক অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের সাথে উখড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু মুখার্জি এবং উখড়া চেম্বার অফ কমার্সের আধিকারিক সীতারাম বর্ণওয়াল অংশগ্রহণ করেছিল। হিন্দি হাইস্কুলের অধ্যক্ষ প্রবীণ কুমার সিং এবং ট্রাফিক আধিকারিক মিছিলের উদ্দেশ্য সম্বন্ধে জনগণকে অবগত করান। বর্তমানে জনগণ ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ী চালাচ্ছেন তারা গাড়ীর সিট বেল্ট এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পড়ছেন না তাই জনগণকে গাড়ী চালানোর সময় অতি অবশ্যই হেলমেট এবং সিট বেল্ট লাগাতে হবে তাতে নিজের জীবনের সাথে অন্যর জীবন বাঁচতে পারে। পুলিশ সবসময় জনগণকে ভালো ও সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts