

পাবলিক নিউজ জামুড়িয়া:– হাতে নোংরা জলের পাত্র নিয়ে ও পরিশ্রুত পানীয়জল দেওয়ার দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। বৃহস্পতিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের জামুড়িয়ার বটতলা মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহিলারা এদিন বাঁশ দিয়ে ও পুলিশের ব্যারিকেড রাস্তার মধ্যে রেখে অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। অবরোধ ও বিক্ষোভের কারণে জামুড়িয়ার প্রধান রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ প্রায় ৬ মাস ধরে নোংরা জল আসছে কল দিয়ে। যা অপরিশ্রুত ও পান করার অযোগ্য। বারবার এই নিয়ে অভিযোগ করার পরও কোন সমাধান হয়নি। এবার তাই এদিন বাধ্য হয়েই সেই নোংরা জল পাত্রে নিয়ে বটতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন আসানসোল পুরনিগমের জামুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ এই বিক্ষোভ সরিয়ে দিতে গেলেও পুলিশের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয় যে, চার দিনের মধ্যে পানযোগ্য পরিশ্রুত পানীয়জল দেওয়া হবে। এই পুলিশের এই আশ্বাসের ঘন্টা খানেক পরে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ বিক্ষোভ তুলে নেন ও স্বাভাবিক হয় পরিস্থিতি।










Leave a Reply