

আলোক চক্রবর্তী:-১৯ নম্বর জাতীয় সড়কের মেরামতের কাজ শুরু। আসানসোল জুবিলী মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রাস্তা তৈরী করার উদ্দ্যোগ নিয়েছে ১৯ নম্বর জাতীয় সড়ক কতৃপক্ষ। জাতীয় সড়ক কতৃপক্ষর ইঞ্জিনিয়ার জানান তারা রাস্তা মেরামত করছেন কিন্তু অবিরাম বৃষ্টির ফলে আবার রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে সেইজন্য পাকাপাকি ভাবে রাস্তা মেরামত করা হচ্ছে আগামী চারদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে এনএইচএ বিভিন্ন জায়গা বড় বড় গর্ত হয়ে গেছে যার ফলে দুর্ঘটনা নিত্যদিন হচ্ছে। বহু মানুষ প্রাণ হারিয়েছে এইরকম গর্তের দুর্ঘটনায় তাই এনেচের এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের উদ্যোগে এই কাজ শুরু করা হয়েছে এই কাজ নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশন ডি সি ট্রাফিক এনএইচের আধিকারির কাছে আবেদন জানায়। এই চিঠি পাওয়ার পর এনএইচের আধিকারি পুজোর আগেই সমস্ত রাস্তা কাজ আরম্ভ করে দিয়েছে জানালেন আধিকারি এনএইচের পুলিশ অধিকারী উপস্থিত ছিলেন নর্থ ট্রাফিকের আশরাফুল



Leave a Reply