জনপ্রিয়তা বেড়েছে হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের / এবার চলবে ১৬টি কোচ নিয়ে

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :– ভারতীয় রেলের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি, যা ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। এই ট্রেনের উচ্চস্তরের বা হাই কোয়ালিটির আরাম এবং দ্রুত ভ্রমণের গতির মাধ্যমে যাত্রীদের সন্তুষ্ট করছে। এই দ্রুতগতির ট্রেনগুলি যাতে সঠিক সময়সূচী বজায় রাখে এবং সময়মতো গন্তব্যে পৌঁছায়, সেজন্য শীর্ষ পর্যায়ে নজরদারি চলছে।
যাত্রীরা হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা দারুণ ভাবে উপভোগ করছেন। ভারতীয় রেলের সেমি হাই স্পিড বা অর্ধেক উচ্চ গতির এই ট্রেন ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর জাঁকজমকের সাথে উদ্বোধন করা হয়েছিল। ট্রেনটির বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হয়েছিল তা দুদিন পরে ২৬ সেপ্টেম্বর থেকে। এই ট্রেন পাটনা এবং হাওড়ার মধ্যে ভ্রমণকারী যাত্রীদের আরও ভাল সুবিধা প্রদান করে। ২২৩৪৭/২২৩৪৮ হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে ২৫টি নতুন বৈশিষ্ট্যের চিত্তাকর্ষক পরিসর রয়েছে। যা সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতাকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। যাত্রীদের মধ্যে জনপ্রিয়তা ও তাদের চাহিদার কথা বিবেচনা করে ভারতীয় রেল আগামী ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে হাওড়া এবং পাটনা থেকে ৮টি কোচের পরিবর্তে ১৬টি কোচ নিয়ে ২২৩৪৭/২২৩৪৮ হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

রেলের তরফে বলা হয়েছে, এই উচ্চ-গতির রুটে আরো বেশি যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করা এবং ভ্রমণের আরাম বৃদ্ধি করার লক্ষ্যে এই কোচের সংখ্যা বাড়ানো বা বর্ধিতকরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts