

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল আগামীকাল থেকে হিন্দুদের পবিত্র উৎসব ছট পূজা শুরু হচ্ছে তার প্রাক্কালে আসানসোল সাউথ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে ছট ব্রতীদের শাড়ী বিতরণ করা হয়। আসানসোল পৌরনিগমের ৭৬ নং ওয়ার্ডের কংগ্রেসের ব্লক সভাপতি রাহুল রঞ্জন প্রসাদের ব্যাবস্থাপনায় ধুরুপডাঙ্গার মারওয়ারী স্কুলের কাছে ছট ব্রতীদের শাড়ী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি, ওয়ার্ড সভাপতি রাহুল রঞ্জন ,শশী দুবে , বিশ্বজিৎ বর্মন,সাউথ ব্লক কংগ্রেসের সভাপতি সাহ আলম সহ বিভিন্ন কংগ্রেস কর্মীরা। সাহ আলম জানান কংগ্রেসের পক্ষ থেকে প্রথম বার ছট ব্রতীদের শাড়ী বিতরণ করা হচ্ছে আগামী দিনে সব ওয়ার্ডে ছট ব্রতীদের শাড়ী বিতরণ করা হবে





Leave a Reply