
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সোমবার সকালে পূর্ব রেলওয়ে আসানসোল শাখার ডিআরএম দপ্তরে সীতারামপুর স্টেশন লাগোয়া পাম্পু তলাবের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ডিআরএমের সাথে দেখা করতে আসলেন কুলটির বিজেপির সক্রিয় সদস্য টিঙ্কু ভার্মা। তিনি জানান সবথেকে পবিত্র উৎসব ছট পূজা এই পূজা উপলক্ষে ব্রতীরা পুজোর জন্য পুকুরের ঘাটে জড়ো হয় সীতারামপুরের পাম্পু তলাবে অনেক ব্রতী উপস্থিত হয়ে থাকেন, প্রত্যেক বছর রেলওয়ে কতৃর্পক্ষ সীতারামপুর স্টেশন লাগোয়া পাম্পু তলাব পরিস্কার পরিচ্ছন্ন করেন কিন্তু এই বছর রেলওয়ে কতৃর্পক্ষ পুকুর ঘাটের সংস্কার করেন নি আসানসোল পৌরনিগমের থেকে পরিস্কারের কাজ শুরু হলেও রেলওয়ে কতৃর্পক্ষ থেকে কোন কাজ শুরু হয় নি তিনি ডিআরএমের অনুপস্থিতিতে সিনিয়র ডিআরএমের কাছে তাদের দাবিপত্র তুলে দিলেন। তাদের দাবি পাম্পু তলাবের মধ্যে এলাকার বিভিন্ন নালার জল পুকুরে এসে পড়ে তারজন্য নালাটা পথ ঘুরিয়ে দিতে, পুকুরের ঘাট পরিস্কার করা এবং ছটপূজার দিন মহিলা ব্রতীরা গয়ণা পড়ে আসে তাদের সুরক্ষার জন্য আর পি এফ নিয়োগ করতে।





Leave a Reply