


পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল পশ্চিম বর্ধমান জেলার জামুড়ীয়া থানার চুরুলিয়া গ্রামের রাস্তা অজয় নদীর থেকে অবৈধ বালু ট্রাকে করে নিয়ে যাবার ফলে দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ হয়ে রয়েছে তারউপর বিগত দুই দিন ধরে ক্রমাগত অকালে বৃষ্টির কারণে রাস্তা কাদাতে ভরে গেছে শণিবার সকালে স্কুল পড়ুয়ারা সাইকেল করে স্কুল যাবার সময় কাদাতে পড়ে গিয়ে আহত হয় এবং কাদার মধ্যে আটকে যায়। সেই সময় ডিউটিতে থাকা চুরুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ পড়ুয়াদের বাড়ী চলে যেতে বলাতে পড়ুয়ারা গ্রামের বাসিন্দাদের বলাতে বাসিন্দারা বালু ভর্তি ট্রাক আটকে দিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীদের দাবি গ্রামের রাস্তা দিয়ে অবৈধ বালু ভর্তি ট্রাকের যাতায়াত বন্ধ করতে হবে এবং রাস্তা মেরামত করে দিতে হবে।









