চিত্তরঞ্জনে আমলাদহি বাজারের দোকানদারদের সাথে কথা বললেন বিধায়িকা।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী চিত্তরঞ্জন:– পূর্ব রেলওয়ে চিত্তরঞ্জন এলাকায় উচ্ছেদের নোটিশ পাঠানোর পর আমলাদহি বাজারের দোকানদাররা আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পালের সাথে ফোনে কথা বলে উচ্ছেদ আটকাবার আবেদন করেন এবং পরবর্তী কালে দোকানদারেরা বিধায়িকাকে এলাকা পরিদর্শনের আবেদন করাতে সোমবার দুপুরে চিত্তরঞ্জনে গিয়ে দোকানদারদের সমস্যা শুনলেন। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান গত সেপ্টেম্বর মাসে রেলওয়ে কতৃর্পক্ষ চিত্তরঞ্জন এলাকায় রেলওয়ে জমির উপর দখল করে দোকানদারদের উচ্ছেদের নোটিশ পাঠায় তারপর এলাকার দোকানদারেরা তার সাথে যোগাযোগ করে আসন্ন পূজোর আগে এইরকম নোটিশ আটকানোর আবেদন জানান তিনি সিএলডব্লুর আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে উচ্ছেদ বন্ধ করার আবেদন করাতে উচ্ছেদ বন্ধ করা হয়, পরবর্তী কালে দোকানদারেরা তার কাছে আবেদন করেন তাদের এলাকায় এসে সমস্যাগুলো শুনতে। তাদের আবেদনে সাড়া দিয়ে তিনি সোমবার চিত্তরঞ্জন এসে দোকানদারদের সমস্যা শুনলেন এবং রেলমন্ত্রী ও সিএলডব্লুর আধিকারিকদের সাথে কথা বলে স্থায়ী সমস্যার ব্যাবস্থার প্রতিশ্রুতি দিলেন বিধায়িকা অগ্নিমিত্র পাল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts