

পাবলিক নিউজঃ দুর্গাপুর:– রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার থেকে গোটা বাংলায় ১২ লক্ষ মানুষের একাউন্টে “বাংলার বাড়ি” প্রকল্পে টাকা দেওয়ার কথা বলেছেন। সে উদ্দেশ্যকে সামনে রেখেই সরকারি প্রকল্পকে বাস্তবায়িত করতে ও সামাজিক পরিষেবা অটুট রাখার লক্ষ্যে পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে ১৩ টি গ্রাম পঞ্চায়েতের পরিদর্শন শুরু করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বুধবার তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েত পরিদর্শনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন।
বিধায়ক বলেন, প্রত্যেক পঞ্চায়েত এলাকায় নতুন উন্নয়ন কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। বিশেষ করে দুর্নীতি ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মধ্যে যে বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই দিতে শুরু করেছেন সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় তার নজর দিতে হবে পঞ্চায়েতে পঞ্চায়েতে। নাগরিক পরিষেবার যেমন পানীজল, রাস্তাঘাট যেন প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যায় এবং কেউ যেন তা পাওয়া বঞ্চিত না হন, তা দেখতে হবে । তিনি আরো বলেন, উন্নয়ন ও পরিসেবা দেওয়ার ক্ষেত্রে কোন খামতি রাখা হবে না।






Leave a Reply